ব্রাজিল, আর্জেন্টিনা—দুই দলেরই একসঙ্গে প্যারিস অলিম্পিকে যাওয়া সম্ভব ছিল না। জয় ছাড়া অন্য কোনো সমীকরণ ছিল না দল দুটির সামনে। সেখানে ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। বয়সভিত্তিক টুর্নামেন্টের ম্যাচটি ছিল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে নিজেদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা পেয়েছে ১-০ গোলের জয়। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অলিম্পিক নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিখেছেন, ‘ভামোস।’
২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেবার জয়সূচক গোল করেছিলেন আনহেল দি মারিয়া। আজ কারাকাসের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপট ছিল আর্জেন্টিনার। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৩ শট। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ৭৮ মিনিটে ম্যাচের জয়সূচক গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন দি মারিয়াও। ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে দি মারিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য তা (ব্রাজিলকে হারানো) দারুণ ব্যাপার। অভিনন্দন। তোমাদের প্রাপ্য।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট ৩ ও ১। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে। সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক।
ব্রাজিল, আর্জেন্টিনা—দুই দলেরই একসঙ্গে প্যারিস অলিম্পিকে যাওয়া সম্ভব ছিল না। জয় ছাড়া অন্য কোনো সমীকরণ ছিল না দল দুটির সামনে। সেখানে ব্রাজিলকে কাঁদিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
কারাকাসের এস্তাদিও নেসিওনাল ব্রিজিদো ইরিয়ার্তে স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। বয়সভিত্তিক টুর্নামেন্টের ম্যাচটি ছিল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে নিজেদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা পেয়েছে ১-০ গোলের জয়। তাতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অলিম্পিক নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার লিখেছেন, ‘ভামোস।’
২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেবার জয়সূচক গোল করেছিলেন আনহেল দি মারিয়া। আজ কারাকাসের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপট ছিল আর্জেন্টিনার। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৩ শট। অন্যদিকে ব্রাজিল ৩৯ শতাংশ বল দখলে রেখে ৩ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ৭৮ মিনিটে ম্যাচের জয়সূচক গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন দি মারিয়াও। ম্যাচের স্কোরকার্ড পোস্ট করে দি মারিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য তা (ব্রাজিলকে হারানো) দারুণ ব্যাপার। অভিনন্দন। তোমাদের প্রাপ্য।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। যেখানে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট ৩ ও ১। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে। সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক।
পাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩২ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
২ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
৩ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
৩ ঘণ্টা আগে