Ajker Patrika

মেসির বিদায়ে পিএসজির সামাজিকমাধ্যমে বিশাল ধস

মেসির বিদায়ে পিএসজির সামাজিকমাধ্যমে বিশাল ধস

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের উপস্থিতিতে সামাজিকমাধ্যমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জনপ্রিয়তা বেড়েছিল তড়তড় করে। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল সাত কোটির বেশি। তবে মেসি চলে যাওয়ার পর হঠাৎ করে অনুসারীর সংখ্যায় ধ্বস নামে।

গত পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচটি ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ৩-২ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। মেসির শেষ ম্যাচের পর থেকে ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গেছে ক্লাবটির। ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী এখন ৬৮.৭ মিলিয়ন। মেসি তো বটেই, একই দিনে ফরাসি এই ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছেন সার্জিও রামোস। এমনকি নেইমার, এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

মেসির পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে আলোচনা চলছে গত কয়েক মাস। পিএসজি ছাড়ার পর এখন সেই আলোচনা আরও জোরালো হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট কদিন আগে জানিয়েছে, আল হিলাল ৬ জুন মেসির সঙ্গে চুক্তি করার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। সৌদি ক্লাবটি মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষায় রয়েছে। প্রতি বছর আর্জেন্টাইন তারকা ফুটবলারকে প্রতি বছর ৩৪৫ মিলিয়ন পাউন্ড দিতে চায়, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৬০৯ কোটি টাকা।

আল-হিলালের সঙ্গে মেসির মোটা অঙ্কের চুক্তির কথা গত মাসেই জানিয়েছিল এএফপি। গত ৯ মে আর্জেন্টাইন তারকার সঙ্গে ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। যদিও এর ঘণ্টাখানেক পর মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছিলেন। তাছাড়া আর্জেন্টাইন তারকা ফুটবলারের পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার কথা শোনা যায় হরহামেশাই। একই সঙ্গে ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মিয়ামিতে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এমনকি ইন্টার মিয়ামির মাধ্যমে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ফেরানোর চিন্তা ভাবনাও করছে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত