পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা—এ আর এমন কী লিভারপুলের জন্য! আজও তেমন এক দাপুটে জয় পেল অলরেডরা। উলভসের বিপক্ষে তাদের মাঠে ম্যাচের শুরুতে গোল হজম করেও ৩-১ গোলে জিতেছে ইউর্গেন ক্লপের দল।
আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয়ে চলতি প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। লিগে এখনো অপরাজিত তারা। প্রথম ম্যাচে ড্রয়ের পরের চার ম্যাচেই জিতেছে অলরেডরা।
শেষ মুহূর্তে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে ক্লপের দল। ৭ মিনিটে পেদ্রো নেটোর পাস থেকে উলভসে এগিয়ে দেন হাং-হি চান। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। ৫৫ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। ৮৫ মিনিট অলরেডদের ব্যবধান বাড়ান অ্যান্ডি রবার্টসন। প্রিমিয়ার লিগে ২০০ তম ম্যাচ খেলতে নেমে দলের জয়ে বড় অবদান রাখলেন স্কটিশ ডিফেন্ডার। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মোহামেদ সালাহ।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে নিজেদের ভুলে তৃতীয় গোল হজম করে বসে উলভস। হুগো বুয়েনোর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় তাদের।
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা—এ আর এমন কী লিভারপুলের জন্য! আজও তেমন এক দাপুটে জয় পেল অলরেডরা। উলভসের বিপক্ষে তাদের মাঠে ম্যাচের শুরুতে গোল হজম করেও ৩-১ গোলে জিতেছে ইউর্গেন ক্লপের দল।
আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয়ে চলতি প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। লিগে এখনো অপরাজিত তারা। প্রথম ম্যাচে ড্রয়ের পরের চার ম্যাচেই জিতেছে অলরেডরা।
শেষ মুহূর্তে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে ক্লপের দল। ৭ মিনিটে পেদ্রো নেটোর পাস থেকে উলভসে এগিয়ে দেন হাং-হি চান। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। ৫৫ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। ৮৫ মিনিট অলরেডদের ব্যবধান বাড়ান অ্যান্ডি রবার্টসন। প্রিমিয়ার লিগে ২০০ তম ম্যাচ খেলতে নেমে দলের জয়ে বড় অবদান রাখলেন স্কটিশ ডিফেন্ডার। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মোহামেদ সালাহ।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে নিজেদের ভুলে তৃতীয় গোল হজম করে বসে উলভস। হুগো বুয়েনোর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় তাদের।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৫ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
২ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে