ভিতোর রকির বার্সেলোনায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। অবশেষে গতকাল শেষ হয়েছে অপেক্ষার প্রহর। বার্সেলোনায় খেলবেন ব্রাজিলের তরুণ এই ফুটবলার।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে রকির চুক্তির কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সায় খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রকির সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার। ইএসপিএন জানিয়েছে, রকির সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় তা ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর রিলিজ ক্লজ ঘোষণা করা হয়েছে ৫০ কোটি ইউরো (৫৯৯৩ কোটি টাকা)। বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় রকি বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো। দেখা হচ্ছে শিগগিরই। এগিয়ে চলো বার্সা।’
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস—এ দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েনসের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচ খেলেছেন তিনি। টাঙ্গিয়ার স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন মৌসুম শুরুর আগে তিন ফুটবলারকে নিয়েছে বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজকে ফ্রি এজেন্ট হিসেবে এনেছে বার্সা। গুন্দোয়ান ও মার্তিনেজকে ম্যানচেস্টার সিটি ও বিলবাও থেকে নিয়ে এসেছে।
ভিতোর রকির বার্সেলোনায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। অবশেষে গতকাল শেষ হয়েছে অপেক্ষার প্রহর। বার্সেলোনায় খেলবেন ব্রাজিলের তরুণ এই ফুটবলার।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে রকির চুক্তির কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সায় খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রকির সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার। ইএসপিএন জানিয়েছে, রকির সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় তা ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর রিলিজ ক্লজ ঘোষণা করা হয়েছে ৫০ কোটি ইউরো (৫৯৯৩ কোটি টাকা)। বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় রকি বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো। দেখা হচ্ছে শিগগিরই। এগিয়ে চলো বার্সা।’
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস—এ দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েনসের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচ খেলেছেন তিনি। টাঙ্গিয়ার স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন মৌসুম শুরুর আগে তিন ফুটবলারকে নিয়েছে বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজকে ফ্রি এজেন্ট হিসেবে এনেছে বার্সা। গুন্দোয়ান ও মার্তিনেজকে ম্যানচেস্টার সিটি ও বিলবাও থেকে নিয়ে এসেছে।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে