ভিতোর রকির বার্সেলোনায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। অবশেষে গতকাল শেষ হয়েছে অপেক্ষার প্রহর। বার্সেলোনায় খেলবেন ব্রাজিলের তরুণ এই ফুটবলার।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে রকির চুক্তির কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সায় খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রকির সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার। ইএসপিএন জানিয়েছে, রকির সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় তা ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর রিলিজ ক্লজ ঘোষণা করা হয়েছে ৫০ কোটি ইউরো (৫৯৯৩ কোটি টাকা)। বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় রকি বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো। দেখা হচ্ছে শিগগিরই। এগিয়ে চলো বার্সা।’
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস—এ দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েনসের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচ খেলেছেন তিনি। টাঙ্গিয়ার স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন মৌসুম শুরুর আগে তিন ফুটবলারকে নিয়েছে বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজকে ফ্রি এজেন্ট হিসেবে এনেছে বার্সা। গুন্দোয়ান ও মার্তিনেজকে ম্যানচেস্টার সিটি ও বিলবাও থেকে নিয়ে এসেছে।
ভিতোর রকির বার্সেলোনায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। অবশেষে গতকাল শেষ হয়েছে অপেক্ষার প্রহর। বার্সেলোনায় খেলবেন ব্রাজিলের তরুণ এই ফুটবলার।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে রকির চুক্তির কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সায় খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রকির সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার। ইএসপিএন জানিয়েছে, রকির সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় তা ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর রিলিজ ক্লজ ঘোষণা করা হয়েছে ৫০ কোটি ইউরো (৫৯৯৩ কোটি টাকা)। বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় রকি বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো। দেখা হচ্ছে শিগগিরই। এগিয়ে চলো বার্সা।’
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস—এ দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েনসের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচ খেলেছেন তিনি। টাঙ্গিয়ার স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন মৌসুম শুরুর আগে তিন ফুটবলারকে নিয়েছে বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজকে ফ্রি এজেন্ট হিসেবে এনেছে বার্সা। গুন্দোয়ান ও মার্তিনেজকে ম্যানচেস্টার সিটি ও বিলবাও থেকে নিয়ে এসেছে।
শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
৭ মিনিট আগেলিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।
১ ঘণ্টা আগেপারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৯১ রান তোলে।
১০ ঘণ্টা আগে‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
১১ ঘণ্টা আগে