নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কায় ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফের খেলা শেষ হওয়ার আগেই নেপালে শুরু হয়ে গেছে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী দলের ম্যাচ। মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলের উৎসব করেছে বাংলাদেশের কিশোররা। ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনা খাতুনদের ঘিরে জমে উঠেছে তখন আরও বড় প্রত্যাশা।
না, হতাশ করেননি বাংলাদেশের মেয়েরা। নারীদের সাফে নিজেদের প্রথম ম্যাচ সাবিনা খাতুনরা মাঠ ছেড়েছেন প্রত্যাশিত জয় নিয়েই। ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের পায়ে রেখে ৩-০ গোলের জয় তুলে নিয়েছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। জোড়া গোলে দলের জয়ে বড় অবদান সাবিনা খাতুনের।
আজ দেড় ঘণ্টার ব্যবধানে দুই মালদ্বীপের বিপক্ষে খেলেছে বাংলাদেশের দুই দল। কলম্বোয় মালদ্বীপের বিপক্ষে ৪ মিনিটের মাথায় গোল পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। কাঠমান্ডুতে নিজেদের প্রথম গোল পেতে নারী দলকে অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত। খানিকটা রয়েসয়ে নিজেদের খেলা গুছিয়েছে বাংলাদেশ। প্রথম গোছানো আক্রমণটা হয়েছে ম্যাচের ৩১ মিনিটে। অধিনায়ক সাবিনার পাস ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন কৃষ্ণা। কিন্তু তাঁর শট হয় লক্ষ্যভ্রষ্ট।
এর পরের মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি। ঝাঁপিয়েও বল আটকাতে পারেনি মালদ্বীপ গোলরক্ষক।
প্রথম গোলের আট মিনিটের মধ্যে মালদ্বীপের জালে আরও দুইবার বল জড়িয়েছেন নারী ফুটবলাররা। ৩৪ মিনিটে সতীর্থের থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নেন মাসুরা পারভীন। এরপর দারুণ দক্ষতায় বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
৪০ মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। আবারও গোল সাবিনা খাতুনের। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে মারিয়া মান্দার শট মালদ্বীপ গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল অনায়াসে জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে ধীরলয়ে আবারও আক্রমণে বাংলাদেশ। ৬১ মিনিটে কৃষ্ণারানি সরকারের ক্রস থেকে সাবিনার ভলি অল্পের জন্য খুঁজে পায়নি জাল। ৭৩ মিনিটে সতীর্থের বাড়ানো বলে মাথা ছোঁয়াতে পারেননি কৃষ্ণা। ৭৫ মিনিটে আঁখি খাতুনের দূরপাল্লার শটেও বল খুঁজে পায়নি জাল। ৮১ মিনিটে তৃতীয়বারের মতো বল জালে জড়িয়েছিলেন সাবিনা, কিন্তু অফসাইডের বাঁশিতে হ্যাটট্রিকের উৎসব করা হয়নি বাংলাদেশ অধিনায়কের। ‘এ’ গ্রুপে শনিবার দুপুরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আজ দিনের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তান।
শ্রীলঙ্কায় ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফের খেলা শেষ হওয়ার আগেই নেপালে শুরু হয়ে গেছে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী দলের ম্যাচ। মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলের উৎসব করেছে বাংলাদেশের কিশোররা। ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনা খাতুনদের ঘিরে জমে উঠেছে তখন আরও বড় প্রত্যাশা।
না, হতাশ করেননি বাংলাদেশের মেয়েরা। নারীদের সাফে নিজেদের প্রথম ম্যাচ সাবিনা খাতুনরা মাঠ ছেড়েছেন প্রত্যাশিত জয় নিয়েই। ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের পায়ে রেখে ৩-০ গোলের জয় তুলে নিয়েছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। জোড়া গোলে দলের জয়ে বড় অবদান সাবিনা খাতুনের।
আজ দেড় ঘণ্টার ব্যবধানে দুই মালদ্বীপের বিপক্ষে খেলেছে বাংলাদেশের দুই দল। কলম্বোয় মালদ্বীপের বিপক্ষে ৪ মিনিটের মাথায় গোল পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। কাঠমান্ডুতে নিজেদের প্রথম গোল পেতে নারী দলকে অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত। খানিকটা রয়েসয়ে নিজেদের খেলা গুছিয়েছে বাংলাদেশ। প্রথম গোছানো আক্রমণটা হয়েছে ম্যাচের ৩১ মিনিটে। অধিনায়ক সাবিনার পাস ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন কৃষ্ণা। কিন্তু তাঁর শট হয় লক্ষ্যভ্রষ্ট।
এর পরের মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি। ঝাঁপিয়েও বল আটকাতে পারেনি মালদ্বীপ গোলরক্ষক।
প্রথম গোলের আট মিনিটের মধ্যে মালদ্বীপের জালে আরও দুইবার বল জড়িয়েছেন নারী ফুটবলাররা। ৩৪ মিনিটে সতীর্থের থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নেন মাসুরা পারভীন। এরপর দারুণ দক্ষতায় বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
৪০ মিনিটে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। আবারও গোল সাবিনা খাতুনের। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে মারিয়া মান্দার শট মালদ্বীপ গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল অনায়াসে জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে ধীরলয়ে আবারও আক্রমণে বাংলাদেশ। ৬১ মিনিটে কৃষ্ণারানি সরকারের ক্রস থেকে সাবিনার ভলি অল্পের জন্য খুঁজে পায়নি জাল। ৭৩ মিনিটে সতীর্থের বাড়ানো বলে মাথা ছোঁয়াতে পারেননি কৃষ্ণা। ৭৫ মিনিটে আঁখি খাতুনের দূরপাল্লার শটেও বল খুঁজে পায়নি জাল। ৮১ মিনিটে তৃতীয়বারের মতো বল জালে জড়িয়েছিলেন সাবিনা, কিন্তু অফসাইডের বাঁশিতে হ্যাটট্রিকের উৎসব করা হয়নি বাংলাদেশ অধিনায়কের। ‘এ’ গ্রুপে শনিবার দুপুরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আজ দিনের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তান।
এক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পিটার বাটলারের সামনে। এবার অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে। দলটি গতকালই পেয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের খেতাব। লক্ষ্য এখন এশিয়ার মঞ্চে পৌঁছানো।
৫ মিনিট আগেদুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১১ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১৩ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে