পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতল ফ্রান্স। ফাইনালের লড়াইয়ে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
ফ্রান্সের জয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ইউরোর শিরোপা জিততে না পারার হতাশাও দূর করল দিদিয়ের দেশমের দল।
সান সিরোতে এদিন শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে শুরু করে দুদল। তবে বলদখল ও আক্রমণে ফ্রান্সের ওপর দাপট দেখিয়েছে স্পেন। যদিও সেই আক্রমণ থেকে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। মাত্র দুটি শট নিয়ে একটির বেশি লক্ষ্যে রাখতে পারেনি। ফ্রান্স অবশ্য তাও পারেনি। স্পেনের ৬৭ শতাংশ বল দখলের বিপরীতে ফ্রান্সের দখলে বল ছিল ৩৩ শতাংশ। উল্টো বিশ্বচ্যাম্পিয়নদের বিপদ বাড়ে প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার রাফায়েল ভারানে মাঠ ছেড়ে গেলে।
দ্বিতীয়ার্ধে দুদলই অপেক্ষাকৃত গোছানো ফুটবল উপহার দেয়। এ সময় পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তেমনই এক আক্রমণে ফ্রান্সের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় পোস্টে লেগে। ৬৪ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মিকেল ওয়ারজাভাল। তবে এই লিড দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি লুই এনরিকের দল। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ম্যাচে সমতা ফেরান বেনজেমা।
এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুদলই। স্পেন একাধিকবার কাছাকাছি গিয়ে না পারলেও ফ্রান্স ঠিকই লিড নিয়ে নেয়। ৮০ মিনিটে ফরাসি শিবিরকে আনন্দে ভাসান এমবাপ্পে। স্পেনের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নিয়েও গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি স্পেন, বিশ্বচ্যাম্পিয়নদের হাতেই ওঠে নেশনস লিগের শিরোপা।
পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতল ফ্রান্স। ফাইনালের লড়াইয়ে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
ফ্রান্সের জয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ইউরোর শিরোপা জিততে না পারার হতাশাও দূর করল দিদিয়ের দেশমের দল।
সান সিরোতে এদিন শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে শুরু করে দুদল। তবে বলদখল ও আক্রমণে ফ্রান্সের ওপর দাপট দেখিয়েছে স্পেন। যদিও সেই আক্রমণ থেকে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। মাত্র দুটি শট নিয়ে একটির বেশি লক্ষ্যে রাখতে পারেনি। ফ্রান্স অবশ্য তাও পারেনি। স্পেনের ৬৭ শতাংশ বল দখলের বিপরীতে ফ্রান্সের দখলে বল ছিল ৩৩ শতাংশ। উল্টো বিশ্বচ্যাম্পিয়নদের বিপদ বাড়ে প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার রাফায়েল ভারানে মাঠ ছেড়ে গেলে।
দ্বিতীয়ার্ধে দুদলই অপেক্ষাকৃত গোছানো ফুটবল উপহার দেয়। এ সময় পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তেমনই এক আক্রমণে ফ্রান্সের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় পোস্টে লেগে। ৬৪ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মিকেল ওয়ারজাভাল। তবে এই লিড দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি লুই এনরিকের দল। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ম্যাচে সমতা ফেরান বেনজেমা।
এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুদলই। স্পেন একাধিকবার কাছাকাছি গিয়ে না পারলেও ফ্রান্স ঠিকই লিড নিয়ে নেয়। ৮০ মিনিটে ফরাসি শিবিরকে আনন্দে ভাসান এমবাপ্পে। স্পেনের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নিয়েও গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি স্পেন, বিশ্বচ্যাম্পিয়নদের হাতেই ওঠে নেশনস লিগের শিরোপা।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৫ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৫ ঘণ্টা আগে