Ajker Patrika

বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুটে নতুন পালক

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৭: ০৮
বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুটে নতুন পালক

পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতল ফ্রান্স। ফাইনালের লড়াইয়ে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ফ্রান্সের জয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ইউরোর শিরোপা জিততে না পারার হতাশাও দূর করল দিদিয়ের দেশমের দল।

সান সিরোতে এদিন শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে শুরু করে দুদল। তবে বলদখল ও আক্রমণে ফ্রান্সের ওপর দাপট দেখিয়েছে স্পেন। যদিও সেই আক্রমণ থেকে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। মাত্র দুটি শট নিয়ে একটির বেশি লক্ষ্যে রাখতে পারেনি। ফ্রান্স অবশ্য তাও পারেনি। স্পেনের ৬৭ শতাংশ বল দখলের বিপরীতে ফ্রান্সের দখলে বল ছিল ৩৩ শতাংশ। উল্টো বিশ্বচ্যাম্পিয়নদের বিপদ বাড়ে প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার রাফায়েল ভারানে মাঠ ছেড়ে গেলে।

দ্বিতীয়ার্ধে দুদলই অপেক্ষাকৃত গোছানো ফুটবল উপহার দেয়। এ সময় পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তেমনই এক আক্রমণে ফ্রান্সের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় পোস্টে লেগে।  ৬৪ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন মিকেল ওয়ারজাভাল। তবে এই লিড দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি লুই এনরিকের দল। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ম্যাচে সমতা ফেরান বেনজেমা।

এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুদলই। স্পেন একাধিকবার কাছাকাছি গিয়ে না পারলেও ফ্রান্স ঠিকই লিড নিয়ে নেয়। ৮০ মিনিটে ফরাসি শিবিরকে আনন্দে ভাসান এমবাপ্পে। স্পেনের আপত্তির মুখে ভিএআরের সাহায্য নিয়েও গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি স্পেন, বিশ্বচ্যাম্পিয়নদের হাতেই ওঠে নেশনস লিগের শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত