পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন।
সেই রাইওলাকে নিয়েই আজ সন্ধ্যায় খবর রটে, তিনি মারা গেছেন! ডেইলি মেইল, দ্য সান, মার্কা, ডেইলি মিররের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমও ৫৪ বছর বয়সী রাইওলার মৃত্যুর খবর নিশ্চিত করে।
একটু পরেই অবশ্য গুজব উড়িয়ে দেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের বাজারের বিশ্বস্ত নাম রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘সাংবাদিকদের ফোন কলে আমি বিরক্ত হয়ে উঠেছি। একজন মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন, আর তারা অনুমান-নির্ভর খবর দিচ্ছেন।’
পরে স্বয়ং রাইওলাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রটানো খবরে বিস্মিত। ৪ মাসের ব্যবধানে তারা (সংবাদমাধ্যম) আমাকে দুইবার মেরে ফেলল। অথচ আমি আবার শক্তি সঞ্চার করছি।’
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি।
পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন।
সেই রাইওলাকে নিয়েই আজ সন্ধ্যায় খবর রটে, তিনি মারা গেছেন! ডেইলি মেইল, দ্য সান, মার্কা, ডেইলি মিররের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমও ৫৪ বছর বয়সী রাইওলার মৃত্যুর খবর নিশ্চিত করে।
একটু পরেই অবশ্য গুজব উড়িয়ে দেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। দলবদলের বাজারের বিশ্বস্ত নাম রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জানগ্রিলোর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘সাংবাদিকদের ফোন কলে আমি বিরক্ত হয়ে উঠেছি। একজন মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন, আর তারা অনুমান-নির্ভর খবর দিচ্ছেন।’
পরে স্বয়ং রাইওলাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রটানো খবরে বিস্মিত। ৪ মাসের ব্যবধানে তারা (সংবাদমাধ্যম) আমাকে দুইবার মেরে ফেলল। অথচ আমি আবার শক্তি সঞ্চার করছি।’
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৭ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে