Ajker Patrika

লেভারকুসেনকে কড়া হুঁশিয়ারি হাল না ছাড়া টুখেলের

লেভারকুসেনকে কড়া হুঁশিয়ারি হাল না ছাড়া টুখেলের

টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট। 

লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না। 

আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’ 

বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে। 

তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত