কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর থেকেই সময়টা দুর্দান্ত কাটছে লিওনেল মেসির। লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মায়ামির শুরুটাও করেছেন দুর্দান্ত। সেই শিরোপা জয়ের মধ্যে দিয়ে একটি রেকর্ডও গড়েছেন তিনি।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ৪৪ শিরোপা জিতেছেন মেসি। শিরোপার রাজা হওয়ায় ফুটবল জাদুকরকে নিয়ে একটি গান বানিয়েছেন কলম্বিয়ান র্যাপার মালুম। ‘ট্রফি’ নামে টাইটেল মিউজিক ভিডিওটি আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করেছেন জনপ্রিয় র্যাপার।
৪ মিনিট ৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে মেসিকে দেখা গেছে। গানের শেষ দিকে র্যাপার মালুমা মেসির জার্সি পরে মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রবেশ করেন। অন্যদিকে বার্সেলোনা কিংবদন্তিকে একটি ট্রফি হাতে সেন্টার স্পটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। র্যাপারের হাতে ট্রফি দিয়ে তাঁর সঙ্গে আলিঙ্গন করার পর সাতবারের ব্যালন ডি অর জয়ী চলে যান। সেই ট্রফি নিয়ে কিছুক্ষণ গান করার এক হাতে উঁচিয়ে ধরেন মালুম।এর আগে মালুমা গানের শুরুটা করেন পুয়ের্তো রিকোর র্যাপার ইয়ান্ডেলের সঙ্গে যৌথভাবে। দুই র্যাপারের গান করার সময় তাঁদের পেছনে নাচতে দেখা যায় বেশ কয়েক জন নৃত্যশিল্পীকেও। ভিডিওর দৃশ্যধারণ গত ৪ আগস্ট করা হয়েছে বলে জানা গেছে। সেদিন লিগ কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩–১ গোলে হারানোর পরেই মেসি এই ভিডিওতে অংশ নিয়েছিলেন।
সামাজিক মাধ্যমে ছোট একটি ক্লিপ শেয়ার করে মালুমা লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা।’ সঙ্গে গোটের একটি ইমোজিও দিয়েছেন কলম্বিয়ান র্যাপার। মায়ামির হয়ে আরেকটি ট্রফি জয়ের সুযোগ পাচ্ছেন মেসি। ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোকে হারতে পারলেই মেজর লিগ সকারের ক্লাবের হয়ে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ৪৫ তম শিরোপা জিতবেন তিনি।
কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর থেকেই সময়টা দুর্দান্ত কাটছে লিওনেল মেসির। লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মায়ামির শুরুটাও করেছেন দুর্দান্ত। সেই শিরোপা জয়ের মধ্যে দিয়ে একটি রেকর্ডও গড়েছেন তিনি।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ৪৪ শিরোপা জিতেছেন মেসি। শিরোপার রাজা হওয়ায় ফুটবল জাদুকরকে নিয়ে একটি গান বানিয়েছেন কলম্বিয়ান র্যাপার মালুম। ‘ট্রফি’ নামে টাইটেল মিউজিক ভিডিওটি আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করেছেন জনপ্রিয় র্যাপার।
৪ মিনিট ৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে মেসিকে দেখা গেছে। গানের শেষ দিকে র্যাপার মালুমা মেসির জার্সি পরে মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রবেশ করেন। অন্যদিকে বার্সেলোনা কিংবদন্তিকে একটি ট্রফি হাতে সেন্টার স্পটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। র্যাপারের হাতে ট্রফি দিয়ে তাঁর সঙ্গে আলিঙ্গন করার পর সাতবারের ব্যালন ডি অর জয়ী চলে যান। সেই ট্রফি নিয়ে কিছুক্ষণ গান করার এক হাতে উঁচিয়ে ধরেন মালুম।এর আগে মালুমা গানের শুরুটা করেন পুয়ের্তো রিকোর র্যাপার ইয়ান্ডেলের সঙ্গে যৌথভাবে। দুই র্যাপারের গান করার সময় তাঁদের পেছনে নাচতে দেখা যায় বেশ কয়েক জন নৃত্যশিল্পীকেও। ভিডিওর দৃশ্যধারণ গত ৪ আগস্ট করা হয়েছে বলে জানা গেছে। সেদিন লিগ কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩–১ গোলে হারানোর পরেই মেসি এই ভিডিওতে অংশ নিয়েছিলেন।
সামাজিক মাধ্যমে ছোট একটি ক্লিপ শেয়ার করে মালুমা লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা।’ সঙ্গে গোটের একটি ইমোজিও দিয়েছেন কলম্বিয়ান র্যাপার। মায়ামির হয়ে আরেকটি ট্রফি জয়ের সুযোগ পাচ্ছেন মেসি। ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোকে হারতে পারলেই মেজর লিগ সকারের ক্লাবের হয়ে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ৪৫ তম শিরোপা জিতবেন তিনি।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
২ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৩ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৫ ঘণ্টা আগে