ক্রীড়া ডেস্ক
নিজেদের শোকেসে আরো একটি ট্রফি রাখার সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টের সেমিফাইনালে আল আহলিকে ৪-১ গোলে হারানোয় সেই সুযোগ পাচ্ছে রিয়াল। তবে এমন সুসংবাদেও খুশি হতে পারছেন না কার্লো আনচেলত্তি।
আহলিকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেও ম্যাচের খেলায় সন্তুষ্ট নন আনচেলত্তি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। কোচ বলেছেন, ‘যখন ২-০ (দ্বিতীয়ার্ধ শুরুর আগে) গোলের ব্যবধানে এগিয়ে ছিলাম তখন আমরা ভেবেছিলাম ম্যাচ শেষ হয়েছে। তাই অতিরিক্ত ড্রিবলিং শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে ২-০ জিতেছি। ব্যাপারটা আরাম করব বলে ছিল না। এমনটি হতে পারে না।’
ম্যাচের জয় ও টুর্নামেন্ট সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আমরা সহজে জয় পাইনি তবে ভালোভাবে জিতেছি। এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে রিয়ালের জয়ের কিছু নেই। তবে হারানোর অনেক কিছুই আছে।’ টুর্নামেন্টে দলটির শিরোপা জয়ও কোচের কথাই প্রমাণ করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। ৩ শিরোপা নিয়ে তাদের পরেই আছে লা লিগার আরেক দল বার্সেলোনা।
এবার শিরোপা সংখ্যাকে ৫ এ নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। এর জন্য তাদের হারাতে হবে আল-হিলালকে। গত পরশু সৌদি আরবের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে দলটি। ফাইনাল হবে আগামী শনিবার।
সেমিতে আল আহলিকে ৪-১ গোলে হারানোর ম্যাচে রিয়ালের হয়ে গোল চারটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, ফের্দে ভালভার্দে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ব্যবধানটা এক হাত করার সুযোগ ছিল রিয়ালের। ৮৭ মিনিটে আহলির গোলরক্ষক আল শেনউই লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে দিলে ৫ গোলের সুযোগ হাতছাড়া হয় চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। মদ্রিচ না পারলেও অন্যদিকে পেনাল্টিতে দলের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন মিসরীয় ক্লাবটির ডিফেন্ডার আলি মালুউল।
নিজেদের শোকেসে আরো একটি ট্রফি রাখার সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টের সেমিফাইনালে আল আহলিকে ৪-১ গোলে হারানোয় সেই সুযোগ পাচ্ছে রিয়াল। তবে এমন সুসংবাদেও খুশি হতে পারছেন না কার্লো আনচেলত্তি।
আহলিকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠলেও ম্যাচের খেলায় সন্তুষ্ট নন আনচেলত্তি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। কোচ বলেছেন, ‘যখন ২-০ (দ্বিতীয়ার্ধ শুরুর আগে) গোলের ব্যবধানে এগিয়ে ছিলাম তখন আমরা ভেবেছিলাম ম্যাচ শেষ হয়েছে। তাই অতিরিক্ত ড্রিবলিং শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে ২-০ জিতেছি। ব্যাপারটা আরাম করব বলে ছিল না। এমনটি হতে পারে না।’
ম্যাচের জয় ও টুর্নামেন্ট সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আমরা সহজে জয় পাইনি তবে ভালোভাবে জিতেছি। এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে রিয়ালের জয়ের কিছু নেই। তবে হারানোর অনেক কিছুই আছে।’ টুর্নামেন্টে দলটির শিরোপা জয়ও কোচের কথাই প্রমাণ করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ বার শিরোপা জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। ৩ শিরোপা নিয়ে তাদের পরেই আছে লা লিগার আরেক দল বার্সেলোনা।
এবার শিরোপা সংখ্যাকে ৫ এ নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। এর জন্য তাদের হারাতে হবে আল-হিলালকে। গত পরশু সৌদি আরবের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে দলটি। ফাইনাল হবে আগামী শনিবার।
সেমিতে আল আহলিকে ৪-১ গোলে হারানোর ম্যাচে রিয়ালের হয়ে গোল চারটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, ফের্দে ভালভার্দে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ব্যবধানটা এক হাত করার সুযোগ ছিল রিয়ালের। ৮৭ মিনিটে আহলির গোলরক্ষক আল শেনউই লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে দিলে ৫ গোলের সুযোগ হাতছাড়া হয় চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। মদ্রিচ না পারলেও অন্যদিকে পেনাল্টিতে দলের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন মিসরীয় ক্লাবটির ডিফেন্ডার আলি মালুউল।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে