ইউরোপা লিগের ফাইনাল শেষ হয়েছে দুই দিন আগে। সপ্তমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সেভিয়াও হয়তো উদ্যাপন শেষ করেছে। কিন্তু রেফারি অ্যান্থনি টেইলরের খারাপ সময় আর শেষ হচ্ছে না।
ফাইনাল শেষে পুসকাস অ্যারেনার গাড়ি পার্কিংয়ে তো করেছেনই, এরপর সংবাদ সম্মেলনেও টেইলরের সমালোচনা করতে ছাড়েননি জোসে মরিনহো। রোমার কোচের রেশ শেষ হতে না হতেই খেপেছেন ক্লাবের সমর্থকেরা। বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি ও তাঁর পরিবারকে হয়রানি করেছেন রোমার সমর্থকেরা।
বিমানবন্দরে দেখা যায়, টেইলরকে নিয়ে ঘৃণ্য মন্তব্যের সঙ্গে চেয়ার, বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারেন রোমার সমর্থকেরা। এতে ইংলিশ রেফারি অবশ্য আহত হননি। ছুড়ে মারা জিনিসপত্রগুলো তাঁর শরীরে লাগেনি। তাঁকে স্পর্শ করার আগেই পুলিশ আটকে দিয়েছে। নিরাপত্তাকর্মীরা রোমার সমর্থকদের সামলাতে ব্যর্থ হলে পরে পুলিশ ইংলিশ রেফারিসহ তাঁর পরিবারকে একটা কক্ষে নিয়ে যেতে বাধ্য হন।
টেইলরের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনাকে ‘অযৌক্তিক এবং ঘৃণ্য’ বলে উল্লেখ করছে রেফারিদের সংগঠন দ্য প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেড (পিজিমোল)। ইংলিশ রেফারির পাশে থাকার কথাও জানিয়েছে তারা। পিজিমোল বিবৃতিতে বলেছে, ‘সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোয় দেখা যায় অ্যান্থনি টেইলর ও তাঁর পরিবারকে বুদাপেস্ট বিমানবন্দরে হয়রানি করা হয়েছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনাল শেষে বাড়ি ফেরার সময় অ্যান্টনি ও তার পরিবারের প্রতি করা অযৌক্তিক ও ঘৃণ্য দুর্ব্যবহারে আমরা হতবাক। অ্যান্টনি ও তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
ফাইনালে গনসালো মন্তিয়েল শেষ পেনাল্টি শট পোস্টের বাইরে মারলে তা পুনরায় দেওয়ায় মরিনহো চটেছেন। এ ছাড়া ম্যাচ চলাকালীন সেভিয়ার বিপক্ষে রোমাকে দুটি পেনাল্টি দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। সঙ্গে ইউরোপা লিগের ম্যাচে রেকর্ড ১৩টি হলুদ কার্ড অপব্যবহারের অভিযোগও রয়েছে রেফারি টেইলরের বিরুদ্ধে। এর আগে টুর্নামেন্টে এত কার্ড দেখেননি কোনো ম্যাচের খেলোয়াড়েরা।
ইউরোপা লিগের ফাইনাল শেষ হয়েছে দুই দিন আগে। সপ্তমবারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সেভিয়াও হয়তো উদ্যাপন শেষ করেছে। কিন্তু রেফারি অ্যান্থনি টেইলরের খারাপ সময় আর শেষ হচ্ছে না।
ফাইনাল শেষে পুসকাস অ্যারেনার গাড়ি পার্কিংয়ে তো করেছেনই, এরপর সংবাদ সম্মেলনেও টেইলরের সমালোচনা করতে ছাড়েননি জোসে মরিনহো। রোমার কোচের রেশ শেষ হতে না হতেই খেপেছেন ক্লাবের সমর্থকেরা। বুদাপেস্ট বিমানবন্দরে রেফারি ও তাঁর পরিবারকে হয়রানি করেছেন রোমার সমর্থকেরা।
বিমানবন্দরে দেখা যায়, টেইলরকে নিয়ে ঘৃণ্য মন্তব্যের সঙ্গে চেয়ার, বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারেন রোমার সমর্থকেরা। এতে ইংলিশ রেফারি অবশ্য আহত হননি। ছুড়ে মারা জিনিসপত্রগুলো তাঁর শরীরে লাগেনি। তাঁকে স্পর্শ করার আগেই পুলিশ আটকে দিয়েছে। নিরাপত্তাকর্মীরা রোমার সমর্থকদের সামলাতে ব্যর্থ হলে পরে পুলিশ ইংলিশ রেফারিসহ তাঁর পরিবারকে একটা কক্ষে নিয়ে যেতে বাধ্য হন।
টেইলরের সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনাকে ‘অযৌক্তিক এবং ঘৃণ্য’ বলে উল্লেখ করছে রেফারিদের সংগঠন দ্য প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেড (পিজিমোল)। ইংলিশ রেফারির পাশে থাকার কথাও জানিয়েছে তারা। পিজিমোল বিবৃতিতে বলেছে, ‘সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোয় দেখা যায় অ্যান্থনি টেইলর ও তাঁর পরিবারকে বুদাপেস্ট বিমানবন্দরে হয়রানি করা হয়েছে। উয়েফা ইউরোপা লিগের ফাইনাল শেষে বাড়ি ফেরার সময় অ্যান্টনি ও তার পরিবারের প্রতি করা অযৌক্তিক ও ঘৃণ্য দুর্ব্যবহারে আমরা হতবাক। অ্যান্টনি ও তার পরিবারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
ফাইনালে গনসালো মন্তিয়েল শেষ পেনাল্টি শট পোস্টের বাইরে মারলে তা পুনরায় দেওয়ায় মরিনহো চটেছেন। এ ছাড়া ম্যাচ চলাকালীন সেভিয়ার বিপক্ষে রোমাকে দুটি পেনাল্টি দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। সঙ্গে ইউরোপা লিগের ম্যাচে রেকর্ড ১৩টি হলুদ কার্ড অপব্যবহারের অভিযোগও রয়েছে রেফারি টেইলরের বিরুদ্ধে। এর আগে টুর্নামেন্টে এত কার্ড দেখেননি কোনো ম্যাচের খেলোয়াড়েরা।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
২ ঘণ্টা আগেআন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
৪ ঘণ্টা আগে