Ajker Patrika

ফিলিস্তিন-কিরগিজস্তানের বিপক্ষে খেলবেন জামালরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিন-কিরগিজস্তানের বিপক্ষে খেলবেন জামালরা

মালদ্বীপে ১ অক্টোবর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। মালদ্বীপে যাওয়ার আগে ভালোই প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সেপ্টেম্বরে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভার্চুয়াল মিটিংয়ে সাংবাদিকদের আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

আগামী ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর শুরু হবে ফিফা উইন্ডো। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগটাকে এবার কাজে লাগানোর ভালোই সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কিরগিজস্তান যাবে জেমি ডের দল। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিন ও ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে লড়বেন জামালরা। 

৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডো শেষ হলেও তখনই দেশে ফিরবে না বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলে ১০ অথবা ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন জামালরা। 

খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সাফ থেকে নাম সরিয়ে নিয়েছে ভুটান। স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের সাফ। সাফে খেলার আগে শক্তিশালী তিন দলের বিপক্ষে ম্যাচ জাতীয় দলের শক্তি মনোবল বাড়াবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত