নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই গোলের পর ঘুরে দাঁড়ানো শুরুতে লাল-সবুজদের। পিছিয়ে পড়েও দাপুটে ফুটবলে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের কিশোররা।
ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী পরশুর ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হবে সাইফুর রহমান মনির দল। গ্রুপ পর্বে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী দলটা।
‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপ ও ভুটানকে টপকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। বয়সভিত্তিক সাফে লম্বা বিরতির পর খেলতে নামা দলটা বাংলাদেশকে চমকে দিল শুরুতেই। আক্রমণাত্মক খেলতে গিয়ে একটু ওপরেই চলে এসেছিল বাংলাদেশের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যাওয়া পাকিস্তানের। ম্যাচের ৬ সতীর্থের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাংলাদেশের রক্ষণে বল পান পাকিস্তানের আবদুল গণি। চলন্ত বলে জোরের সঙ্গে ডান পায়ের শটে বাংলাদেশ গোলরক্ষকের মাথার ওপর বল জালে পাঠান গণি। পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজম করে আক্রমণে আরও গতি বাড়ায় বাংলাদেশ। আট মিনিট বাদে শোধ দেয় গোলও। ১৯ মিনিটে ডান প্রান্ত ধরে ইসমাইল হোসেনের বাতাসে ভাসানো ক্রস থেকে পাকিস্তানের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে দারুণ এক হেডে বাংলাদেশকে খেলায় ফেরান মুর্শেদ আলী।
সমতায় ফেরার পর পাকিস্তানকে আর খেলার সুযোগই দেয়নি বয়সভিত্তিক সাফে ভারতের পর সবচেয়ে সফল বাংলাদেশ। ১৯ মিনিটে সুযোগও এসেছিল লাল-সবুজদের। এবার বাঁ প্রান্ত ধরে সিয়াম অমিতের ক্রস থেকে বলে আবু সাঈদ মাথা না ছোঁয়াতে পারায় গোল পায়নি বাংলাদেশ।
তবে ১০ মিনিট পরই দারুণ এক গোলে সেই আক্ষেপ মেটান আবু সাঈদ। ডান প্রান্ত থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েন পাকিস্তানের অর্ধে। বক্সে তাঁর বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় পাকিস্তান গোলরক্ষককে হার মানান আবু সাঈদ।
৩৭ মিনিটে তৃতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর ক্রস ধরে সুই মং মারমার হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রাধান্য ছিল বাংলাদেশের। তবে এই অর্ধে আর ব্যবধান বড় হয়নি লাল-সবুজদের। পাকিস্তানও বলার মতো আক্রমণ করতে না পারায় সহজেই ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই গোলের পর ঘুরে দাঁড়ানো শুরুতে লাল-সবুজদের। পিছিয়ে পড়েও দাপুটে ফুটবলে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের কিশোররা।
ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী পরশুর ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হবে সাইফুর রহমান মনির দল। গ্রুপ পর্বে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী দলটা।
‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপ ও ভুটানকে টপকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। বয়সভিত্তিক সাফে লম্বা বিরতির পর খেলতে নামা দলটা বাংলাদেশকে চমকে দিল শুরুতেই। আক্রমণাত্মক খেলতে গিয়ে একটু ওপরেই চলে এসেছিল বাংলাদেশের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যাওয়া পাকিস্তানের। ম্যাচের ৬ সতীর্থের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাংলাদেশের রক্ষণে বল পান পাকিস্তানের আবদুল গণি। চলন্ত বলে জোরের সঙ্গে ডান পায়ের শটে বাংলাদেশ গোলরক্ষকের মাথার ওপর বল জালে পাঠান গণি। পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজম করে আক্রমণে আরও গতি বাড়ায় বাংলাদেশ। আট মিনিট বাদে শোধ দেয় গোলও। ১৯ মিনিটে ডান প্রান্ত ধরে ইসমাইল হোসেনের বাতাসে ভাসানো ক্রস থেকে পাকিস্তানের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে দারুণ এক হেডে বাংলাদেশকে খেলায় ফেরান মুর্শেদ আলী।
সমতায় ফেরার পর পাকিস্তানকে আর খেলার সুযোগই দেয়নি বয়সভিত্তিক সাফে ভারতের পর সবচেয়ে সফল বাংলাদেশ। ১৯ মিনিটে সুযোগও এসেছিল লাল-সবুজদের। এবার বাঁ প্রান্ত ধরে সিয়াম অমিতের ক্রস থেকে বলে আবু সাঈদ মাথা না ছোঁয়াতে পারায় গোল পায়নি বাংলাদেশ।
তবে ১০ মিনিট পরই দারুণ এক গোলে সেই আক্ষেপ মেটান আবু সাঈদ। ডান প্রান্ত থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েন পাকিস্তানের অর্ধে। বক্সে তাঁর বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় পাকিস্তান গোলরক্ষককে হার মানান আবু সাঈদ।
৩৭ মিনিটে তৃতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর ক্রস ধরে সুই মং মারমার হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রাধান্য ছিল বাংলাদেশের। তবে এই অর্ধে আর ব্যবধান বড় হয়নি লাল-সবুজদের। পাকিস্তানও বলার মতো আক্রমণ করতে না পারায় সহজেই ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
৩৩ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৪ ঘণ্টা আগে