Ajker Patrika

ফিফার বিরুদ্ধে কেন ধর্মঘটের সিদ্ধান্ত ফুটবলারদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২৪, ১৫: ০০
ফিফার বিরুদ্ধে কেন ধর্মঘটের সিদ্ধান্ত ফুটবলারদের

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকে পুরো বছরেই। বিভিন্ন প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে খেলোয়াড়দের ভ্রমণ করতে হয় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমন ঠাসা সূচিতে খেলাধুলার পাশাপাশি ভ্রমণেও ফুটবলারদের চলে যায় অনেকটা সময়। খেলোয়াড়েরা যখন ক্লান্ত-পরিশ্রান্ত, তখন তাঁদের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার। 

ফুটবলারদের ঠাসা সূচিতে বাড়তি যোগ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। এত দিন সাত দলের হলেও আগামী বছর থেকে টুর্নামেন্টটি হবে ৩২ দলের। দল বাড়ার পাশাপাশি স্বাভাবিকভাবেই বেড়েছে ম্যাচের সংখ্যা। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ জানিয়েছে, এমন ঠাসা সূচি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। পিএফএ সভাপতি মাহেতা মোলাঙ্গো বলেন, ‘১০ দিন আগের একটা পরিস্থিতির কথা আমি বলতে পারি। ড্রেসিংরুমে যখন যাই, সেটার প্রভাব সরাসরি পড়েছিল এবং বলেছিলাম, এখানে এসে ভালো লাগছে। এখন তো একটু চিৎকার করতে পারি। তবে সবকিছু নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা কত দূর যেতে চাও? খেলোয়াড়দের কেউ বলে, আমি আর পারছি না। ধর্মঘটে যাওয়া দরকার বলে মনে করি। কেউ বলে, ‘হ্যাঁ, আমার কাছে লাখ লাখ টাকা আছে। তবে সেটা ব্যয় করার মতো পর্যাপ্ত সময় পাচ্ছি না।’ 

পিএফএসহ খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো, বিশ্ব লিগ অ্যাসোসিয়েশন (ডব্লিউএলএ) সিদ্ধান্ত নিয়েছে ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাধারণ সচিব মাতিয়াস গ্রাফস্টর্মের কাছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ নিয়ে দুশ্চিন্তার কথা জানানো হয়েছে। মোলাঙ্গো বলেন, ‘ইংল্যান্ডের ঘরোয়া সূচিতে জোর করে কিছু পরিবর্তন এনেছে ফিফা ও উয়েফা। কিছু যে একটা করতে হবে, সেটার ব্যাপারে আমরা আরও নিশ্চয়তা চাই। চিঠি পাঠানোর পর উত্তর পেয়েছি। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের বিপক্ষে গেছে।’ 

ফিফার বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার চিন্তা করছেন ফুটবলাররাম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিযোগ যে শুধু ফুটবলারদের সংগঠনের, ব্যাপারটা তা নয়। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলার মতো চ্যাম্পিয়ন কোচদেরও মনে হচ্ছে যে বাড়তি চাপ হচ্ছে ফুটবলারদের ওপর। মোলাঙ্গো বলেন, ‘এটা শুধু সংগঠনই বলেনি। ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলাও বলেছেন। এমন এক অবস্থায় পৌঁছেছি, যখন কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত