ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ২০১৭ সালে দলবদলে রেকর্ড গড়ে পিএসজি। বার্সেলোনার হয়ে তখন অবিশ্বাস্য ছন্দে থাকা নেইমারকে সর্বোচ্চ ২ হাজার ৬৪৯ কোটি টাকায় দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। কিন্তু যে উদ্দেশ্যে পিএসজি তাঁকে দলে ভেড়ায়, তা পূরণে এখনো ব্যর্থ ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের পর একে একে পিএসজি কিনেছে কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া ও লিওনেল মেসির মতো তারকাকে। কিন্তু এতসব তারকায় চাঁদের হাট বসিয়েও তাদের সেই আশা পূরণ হয়নি। ইতিমধ্যে দুই আর্জেন্টাইন তারকা মেসি-দি মারিয়ার প্রস্থানে পিএসজির প্রজেক্টও ভেঙে গেছে।
তবে তারকার হাট ভাঙার আগে এতসব তারকার লিগ ওয়ানের ক্লাবে যোগ দেওয়ার পেছনে নেইমারের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি। তাঁর মতে, ব্রাজিলিয়ান তারকা পিএসজিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার পরেই এমবাপ্পে-মেসিরা আসে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম এসকে এমনটিই জানিয়েছেন ব্রাজিলিয়ান এজেন্ট কারি। তিনি বলেছেন, ‘পিএসজিকে নেইমার যা দিয়েছে, তার সবকিছুই অমূল্য। বিপণনের দিক থেকে পিএসজিকে যা দিয়েছে নেইমার, সেই বিবেচনায় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সস্তা খেলোয়াড় সে। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, পিএসজির জার্সি পরা কোনো একজন ছেলেকে দেখবেন। অথচ এর আগে এই ক্লাব সম্পর্কে কেউ জানতই না। শেষে মেসি, এমবাপ্পে এবং দি মারিয়াসহ অন্যরা এখানে এসেছে।’
নেইমারকে সর্বোচ্চ দামে কিনে পিএসজি অবশ্য মাঠে তেমন কোনো প্রতিদানই পায়নি। বিশেষ করে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নপূরণে। তবে বড় অঙ্কের দলবদলের উদাহরণ টেনে নেইমার-এমবাপ্পে ভালো করেছেন বলে জানিয়েছেন কারি। ব্রাজিলিয়ান এজেন্ট বলেছেন, ‘নেইমার-এমবাপ্পেকে বাদ দিলে আমরা দেখব ১০০ মিলিয়ন বা তার বেশি দলবদল খুব কম কাজ করেছে। বেশির ভাগ দলবদলই ভালো করেনি। বার্সেলোনায় উসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, ফিলিপে কুতিনহো এবং রিয়াল মাদ্রিদে এডেন হ্যাজার্ড, কিছুটা গ্যারেথ বেলের দলবদলকেও ধরা যায়। সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ১২ কোটি ৬০ লাখ ইউরোর জোয়াও ফিলিক্স, ৮ বা ৯ কোটি ইউরোর টমাস লেমারের ক্ষেত্রেও একই। অন্যদিকে চেলসি বিশাল অর্থ খরচ করেও কিছুই পায়নি।’
ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ২০১৭ সালে দলবদলে রেকর্ড গড়ে পিএসজি। বার্সেলোনার হয়ে তখন অবিশ্বাস্য ছন্দে থাকা নেইমারকে সর্বোচ্চ ২ হাজার ৬৪৯ কোটি টাকায় দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। কিন্তু যে উদ্দেশ্যে পিএসজি তাঁকে দলে ভেড়ায়, তা পূরণে এখনো ব্যর্থ ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের পর একে একে পিএসজি কিনেছে কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া ও লিওনেল মেসির মতো তারকাকে। কিন্তু এতসব তারকায় চাঁদের হাট বসিয়েও তাদের সেই আশা পূরণ হয়নি। ইতিমধ্যে দুই আর্জেন্টাইন তারকা মেসি-দি মারিয়ার প্রস্থানে পিএসজির প্রজেক্টও ভেঙে গেছে।
তবে তারকার হাট ভাঙার আগে এতসব তারকার লিগ ওয়ানের ক্লাবে যোগ দেওয়ার পেছনে নেইমারের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি। তাঁর মতে, ব্রাজিলিয়ান তারকা পিএসজিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার পরেই এমবাপ্পে-মেসিরা আসে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম এসকে এমনটিই জানিয়েছেন ব্রাজিলিয়ান এজেন্ট কারি। তিনি বলেছেন, ‘পিএসজিকে নেইমার যা দিয়েছে, তার সবকিছুই অমূল্য। বিপণনের দিক থেকে পিএসজিকে যা দিয়েছে নেইমার, সেই বিবেচনায় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সস্তা খেলোয়াড় সে। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, পিএসজির জার্সি পরা কোনো একজন ছেলেকে দেখবেন। অথচ এর আগে এই ক্লাব সম্পর্কে কেউ জানতই না। শেষে মেসি, এমবাপ্পে এবং দি মারিয়াসহ অন্যরা এখানে এসেছে।’
নেইমারকে সর্বোচ্চ দামে কিনে পিএসজি অবশ্য মাঠে তেমন কোনো প্রতিদানই পায়নি। বিশেষ করে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নপূরণে। তবে বড় অঙ্কের দলবদলের উদাহরণ টেনে নেইমার-এমবাপ্পে ভালো করেছেন বলে জানিয়েছেন কারি। ব্রাজিলিয়ান এজেন্ট বলেছেন, ‘নেইমার-এমবাপ্পেকে বাদ দিলে আমরা দেখব ১০০ মিলিয়ন বা তার বেশি দলবদল খুব কম কাজ করেছে। বেশির ভাগ দলবদলই ভালো করেনি। বার্সেলোনায় উসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, ফিলিপে কুতিনহো এবং রিয়াল মাদ্রিদে এডেন হ্যাজার্ড, কিছুটা গ্যারেথ বেলের দলবদলকেও ধরা যায়। সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ১২ কোটি ৬০ লাখ ইউরোর জোয়াও ফিলিক্স, ৮ বা ৯ কোটি ইউরোর টমাস লেমারের ক্ষেত্রেও একই। অন্যদিকে চেলসি বিশাল অর্থ খরচ করেও কিছুই পায়নি।’
সহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৮ মিনিট আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
২ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
২ ঘণ্টা আগে