ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ২০১৭ সালে দলবদলে রেকর্ড গড়ে পিএসজি। বার্সেলোনার হয়ে তখন অবিশ্বাস্য ছন্দে থাকা নেইমারকে সর্বোচ্চ ২ হাজার ৬৪৯ কোটি টাকায় দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। কিন্তু যে উদ্দেশ্যে পিএসজি তাঁকে দলে ভেড়ায়, তা পূরণে এখনো ব্যর্থ ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের পর একে একে পিএসজি কিনেছে কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া ও লিওনেল মেসির মতো তারকাকে। কিন্তু এতসব তারকায় চাঁদের হাট বসিয়েও তাদের সেই আশা পূরণ হয়নি। ইতিমধ্যে দুই আর্জেন্টাইন তারকা মেসি-দি মারিয়ার প্রস্থানে পিএসজির প্রজেক্টও ভেঙে গেছে।
তবে তারকার হাট ভাঙার আগে এতসব তারকার লিগ ওয়ানের ক্লাবে যোগ দেওয়ার পেছনে নেইমারের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি। তাঁর মতে, ব্রাজিলিয়ান তারকা পিএসজিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার পরেই এমবাপ্পে-মেসিরা আসে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম এসকে এমনটিই জানিয়েছেন ব্রাজিলিয়ান এজেন্ট কারি। তিনি বলেছেন, ‘পিএসজিকে নেইমার যা দিয়েছে, তার সবকিছুই অমূল্য। বিপণনের দিক থেকে পিএসজিকে যা দিয়েছে নেইমার, সেই বিবেচনায় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সস্তা খেলোয়াড় সে। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, পিএসজির জার্সি পরা কোনো একজন ছেলেকে দেখবেন। অথচ এর আগে এই ক্লাব সম্পর্কে কেউ জানতই না। শেষে মেসি, এমবাপ্পে এবং দি মারিয়াসহ অন্যরা এখানে এসেছে।’
নেইমারকে সর্বোচ্চ দামে কিনে পিএসজি অবশ্য মাঠে তেমন কোনো প্রতিদানই পায়নি। বিশেষ করে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নপূরণে। তবে বড় অঙ্কের দলবদলের উদাহরণ টেনে নেইমার-এমবাপ্পে ভালো করেছেন বলে জানিয়েছেন কারি। ব্রাজিলিয়ান এজেন্ট বলেছেন, ‘নেইমার-এমবাপ্পেকে বাদ দিলে আমরা দেখব ১০০ মিলিয়ন বা তার বেশি দলবদল খুব কম কাজ করেছে। বেশির ভাগ দলবদলই ভালো করেনি। বার্সেলোনায় উসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, ফিলিপে কুতিনহো এবং রিয়াল মাদ্রিদে এডেন হ্যাজার্ড, কিছুটা গ্যারেথ বেলের দলবদলকেও ধরা যায়। সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ১২ কোটি ৬০ লাখ ইউরোর জোয়াও ফিলিক্স, ৮ বা ৯ কোটি ইউরোর টমাস লেমারের ক্ষেত্রেও একই। অন্যদিকে চেলসি বিশাল অর্থ খরচ করেও কিছুই পায়নি।’
ইউরোপীয় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ২০১৭ সালে দলবদলে রেকর্ড গড়ে পিএসজি। বার্সেলোনার হয়ে তখন অবিশ্বাস্য ছন্দে থাকা নেইমারকে সর্বোচ্চ ২ হাজার ৬৪৯ কোটি টাকায় দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। কিন্তু যে উদ্দেশ্যে পিএসজি তাঁকে দলে ভেড়ায়, তা পূরণে এখনো ব্যর্থ ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের পর একে একে পিএসজি কিনেছে কিলিয়ান এমবাপ্পে, আনহেল দি মারিয়া ও লিওনেল মেসির মতো তারকাকে। কিন্তু এতসব তারকায় চাঁদের হাট বসিয়েও তাদের সেই আশা পূরণ হয়নি। ইতিমধ্যে দুই আর্জেন্টাইন তারকা মেসি-দি মারিয়ার প্রস্থানে পিএসজির প্রজেক্টও ভেঙে গেছে।
তবে তারকার হাট ভাঙার আগে এতসব তারকার লিগ ওয়ানের ক্লাবে যোগ দেওয়ার পেছনে নেইমারের ভূমিকা ছিল বলে জানিয়েছেন বিখ্যাত এজেন্ট আন্দ্রে কারি। তাঁর মতে, ব্রাজিলিয়ান তারকা পিএসজিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার পরেই এমবাপ্পে-মেসিরা আসে।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম এসকে এমনটিই জানিয়েছেন ব্রাজিলিয়ান এজেন্ট কারি। তিনি বলেছেন, ‘পিএসজিকে নেইমার যা দিয়েছে, তার সবকিছুই অমূল্য। বিপণনের দিক থেকে পিএসজিকে যা দিয়েছে নেইমার, সেই বিবেচনায় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সস্তা খেলোয়াড় সে। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, পিএসজির জার্সি পরা কোনো একজন ছেলেকে দেখবেন। অথচ এর আগে এই ক্লাব সম্পর্কে কেউ জানতই না। শেষে মেসি, এমবাপ্পে এবং দি মারিয়াসহ অন্যরা এখানে এসেছে।’
নেইমারকে সর্বোচ্চ দামে কিনে পিএসজি অবশ্য মাঠে তেমন কোনো প্রতিদানই পায়নি। বিশেষ করে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নপূরণে। তবে বড় অঙ্কের দলবদলের উদাহরণ টেনে নেইমার-এমবাপ্পে ভালো করেছেন বলে জানিয়েছেন কারি। ব্রাজিলিয়ান এজেন্ট বলেছেন, ‘নেইমার-এমবাপ্পেকে বাদ দিলে আমরা দেখব ১০০ মিলিয়ন বা তার বেশি দলবদল খুব কম কাজ করেছে। বেশির ভাগ দলবদলই ভালো করেনি। বার্সেলোনায় উসমান দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, ফিলিপে কুতিনহো এবং রিয়াল মাদ্রিদে এডেন হ্যাজার্ড, কিছুটা গ্যারেথ বেলের দলবদলকেও ধরা যায়। সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ১২ কোটি ৬০ লাখ ইউরোর জোয়াও ফিলিক্স, ৮ বা ৯ কোটি ইউরোর টমাস লেমারের ক্ষেত্রেও একই। অন্যদিকে চেলসি বিশাল অর্থ খরচ করেও কিছুই পায়নি।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৪ ঘণ্টা আগে