ক্রীড়া ডেস্ক
দিয়েগো সিমেওনের বিপক্ষে কার্লো আনচেলত্তির কৌশলই যেন অচল! গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। দুই দলের মধ্যে শীর্ষস্থান দখল নিয়ে চলছে ইঁদুর-বিড়াল দৌড়। নিজেদের মাঠে রিয়ালের সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নেওয়া, সেটি তো হলো না, উল্টো কনোরকম হার এড়াল তারা।
পেনাল্টি থেকে হুলিয়ান আলভারেজে গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে রিয়াল। লা লিগায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচ আতলেতিকোর বিপক্ষে জয়হীন রইল লস ব্লাঙ্কোস। গত মৌসুমে লিগে একটি ম্যাচই হেরেছিল তারা, সেটা সিমেওনের আতলেতিকোর বিপক্ষেই।
লা লিগায় আতলেতিকোর বিপক্ষে রিয়ালের জয়খরা দীর্ঘায়িত হলো আরেকটু। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ তারা জিতেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে (২-১ গোলে)। চার মাস পর ওই মৌসুমের কোপা দেল রেতেও আতলেতিকোর কাছে হেরেছিল রিয়াল। লা লিগার চলতি মৌসুমে দুই লেগই ১-১ ড্র হলো।
এই ড্রয়ে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে রিয়াল। সমার ম্যাচ খেলে দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট অর্জন বার্সেলোনার। তারা আছে পয়েন্ট তালিকায় তিন নম্বরে।
সান্তিয়াগো বার্নাব্যুতে স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে প্রথম ৪৫ মিনিট দাপট দেখায় আতলেতিকো। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। বক্সের মধ্যে স্যামুয়েল লিনোকে ফাউল করেন অরেলিয়েন শুয়োমেনি। পেনাল্টি দিতেও একটু সময় লেগেছে। ম্যাচ চলাকালীন কিছুক্ষণ পর ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ড মাথায় রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন আলভারেজ।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আতলেতিকো। বিরতি থেকে ফিরেই আক্রমণের পসরা সাজায় রিয়াল। গোল পেতেও বেশি দেরি হয়নি। ৫০ মিনিটে কয়েকবার ফিরে আসা বল শটে জালে পাঠান ফরাসি তারকা এমবাপ্পে। আরও কয়েকটি গোল করতে পারত তারা। কিন্তু দারুণ সব সেভে রিয়ালকে হতাশ করেন ইয়ান ওবলাক।
দিয়েগো সিমেওনের বিপক্ষে কার্লো আনচেলত্তির কৌশলই যেন অচল! গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। দুই দলের মধ্যে শীর্ষস্থান দখল নিয়ে চলছে ইঁদুর-বিড়াল দৌড়। নিজেদের মাঠে রিয়ালের সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নেওয়া, সেটি তো হলো না, উল্টো কনোরকম হার এড়াল তারা।
পেনাল্টি থেকে হুলিয়ান আলভারেজে গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে রিয়াল। লা লিগায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচ আতলেতিকোর বিপক্ষে জয়হীন রইল লস ব্লাঙ্কোস। গত মৌসুমে লিগে একটি ম্যাচই হেরেছিল তারা, সেটা সিমেওনের আতলেতিকোর বিপক্ষেই।
লা লিগায় আতলেতিকোর বিপক্ষে রিয়ালের জয়খরা দীর্ঘায়িত হলো আরেকটু। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ তারা জিতেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে (২-১ গোলে)। চার মাস পর ওই মৌসুমের কোপা দেল রেতেও আতলেতিকোর কাছে হেরেছিল রিয়াল। লা লিগার চলতি মৌসুমে দুই লেগই ১-১ ড্র হলো।
এই ড্রয়ে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে রিয়াল। সমার ম্যাচ খেলে দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট অর্জন বার্সেলোনার। তারা আছে পয়েন্ট তালিকায় তিন নম্বরে।
সান্তিয়াগো বার্নাব্যুতে স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে প্রথম ৪৫ মিনিট দাপট দেখায় আতলেতিকো। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। বক্সের মধ্যে স্যামুয়েল লিনোকে ফাউল করেন অরেলিয়েন শুয়োমেনি। পেনাল্টি দিতেও একটু সময় লেগেছে। ম্যাচ চলাকালীন কিছুক্ষণ পর ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ড মাথায় রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন আলভারেজ।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আতলেতিকো। বিরতি থেকে ফিরেই আক্রমণের পসরা সাজায় রিয়াল। গোল পেতেও বেশি দেরি হয়নি। ৫০ মিনিটে কয়েকবার ফিরে আসা বল শটে জালে পাঠান ফরাসি তারকা এমবাপ্পে। আরও কয়েকটি গোল করতে পারত তারা। কিন্তু দারুণ সব সেভে রিয়ালকে হতাশ করেন ইয়ান ওবলাক।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৩ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে