২০২৬ বিশ্বকাপ নেইমার খেলবেন কি না তা নিয়ে এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি। তবে নতুন এক কোচের অধীনে আগামী বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছেন নেইমার।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার দায়ে কোচের চাকরি ছাড়েন তিতে। তাতে কোচ শূন্য হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ র্যামন মেনেজেসকে আছেন দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে। মেনেজেসের অধীনেও দলের পারফরম্যান্স তেমন একটা ভালো না। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর আনচেলত্তি জানিয়েছেন, ২০২৪ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান।
নেইমার যেন পরিসংখ্যানেই বিশ্বাস করেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আনচেলত্তি খেলেছেন পাঁচবার, যার মধ্যে চারবার হয়েছেন চ্যাম্পিয়ন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদকে দুইবার করে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। এছাড়া এসি মিলানের ২০০৩-০৪ মৌসুমের সিরি ‘আ’, চেলসির ২০০৯-১০ প্রিমিয়ার লিগ ও ২০২১-২২ এ রিয়াল মাদ্রিদের লা লিগা-এসব শিরোপা জয়েও রয়েছে আনচেলত্তির অবদান। শিরোপার শোকেসে ভরপুর এই ইতালিয়ানকেই ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম টিভি ব্যান্ডকে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি? প্রথমবারের মতো ব্রাজিলের বিদেশি কোচ নেওয়ার সুযোগ থাকছে। আনচেলত্তি এমনই একজন যিনি সব জিতেছেন। তার থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখব।’
বয়স এখন ৩১ নেইমার। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে হতে ৩৬ বছর হয়ে যাবে তাঁর। ৩৫ পেরোনো বয়সে ফিটনেস ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তো রয়েছেই। কেননা চোটে পড়ে প্রায়ই ম্যাচ মিস করেন তিনি। তবু আগামী বিশ্বকাপে খেলতে আশাবাদী ব্রাজিলের এই ফরোয়ার্ড, ‘সৃষ্টিকর্তা চাইলে খেলব (২০২৬ বিশ্বকাপ)।’
২০২৬ বিশ্বকাপ নেইমার খেলবেন কি না তা নিয়ে এখনো নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি। তবে নতুন এক কোচের অধীনে আগামী বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছেন নেইমার।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের ব্যর্থতার দায়ে কোচের চাকরি ছাড়েন তিতে। তাতে কোচ শূন্য হয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ র্যামন মেনেজেসকে আছেন দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে। মেনেজেসের অধীনেও দলের পারফরম্যান্স তেমন একটা ভালো না। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। আর আনচেলত্তি জানিয়েছেন, ২০২৪ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান।
নেইমার যেন পরিসংখ্যানেই বিশ্বাস করেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আনচেলত্তি খেলেছেন পাঁচবার, যার মধ্যে চারবার হয়েছেন চ্যাম্পিয়ন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদকে দুইবার করে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। এছাড়া এসি মিলানের ২০০৩-০৪ মৌসুমের সিরি ‘আ’, চেলসির ২০০৯-১০ প্রিমিয়ার লিগ ও ২০২১-২২ এ রিয়াল মাদ্রিদের লা লিগা-এসব শিরোপা জয়েও রয়েছে আনচেলত্তির অবদান। শিরোপার শোকেসে ভরপুর এই ইতালিয়ানকেই ব্রাজিলের কোচ হিসেবে দেখতে চান নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম টিভি ব্যান্ডকে ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আনচেলত্তি? প্রথমবারের মতো ব্রাজিলের বিদেশি কোচ নেওয়ার সুযোগ থাকছে। আনচেলত্তি এমনই একজন যিনি সব জিতেছেন। তার থেকে আমরা অবশ্যই অনেক কিছু শিখব।’
বয়স এখন ৩১ নেইমার। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে হতে ৩৬ বছর হয়ে যাবে তাঁর। ৩৫ পেরোনো বয়সে ফিটনেস ধরে রাখতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা তো রয়েছেই। কেননা চোটে পড়ে প্রায়ই ম্যাচ মিস করেন তিনি। তবু আগামী বিশ্বকাপে খেলতে আশাবাদী ব্রাজিলের এই ফরোয়ার্ড, ‘সৃষ্টিকর্তা চাইলে খেলব (২০২৬ বিশ্বকাপ)।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৩ ঘণ্টা আগে