ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।
বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।
দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।
অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।
বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।
দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।
অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৫ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
২ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে