বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন।
নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ।
অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার।
এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’
বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন।
নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ।
অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার।
এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২২ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে