ক্রীড়া ডেস্ক
বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন।
নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ।
অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার।
এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’
বয়স ছাড়িয়ে গেছে পঁয়ত্রিশের গণ্ডি। শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। কমে গেছে গতি; বেড়েছে ইনজুরির প্রকোপ, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) একাদশেও তাই নিয়মিত জায়গা হচ্ছে না। জাতীয় দল স্পেনেও তিনি এখন আর আগের মতো অপরিহার্য কেউ নন।
নিয়মিত ফুটবলের খোঁজ-খবর রাখাদের বুঝতে বেগ পাওয়ার কথা নয়, কার কথা বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসের দুর্দশার কথাই বর্ণনা করা হচ্ছে। বয়সের ভারে তিনি অনেকটাই নুয়ে পড়েছেন। এই মৌসুমে কয়েকবার পড়েছেন চোটের কবলে; পিএসজির হয়ে খেলেছেন মোটে ৭ ম্যাচ।
অনেকের মতে, রামোসের ক্যারিয়ারটা এখন শেষের শুরু। কেউ কেউ তো তাঁকে অবসরে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। যদিও আপাতত তেমন ভাবনা নেই পিএসজির স্প্যানিশ ডিফেন্ডারের। মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে অছেন তিনি। খেলে যেতে চান আরো চার-পাঁচ বছর। ‘বুড়ো’ বয়সেও স্বপ্ন দেখছেন সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার।
এনিয়ে সোমবার অ্যামাজন প্রাইমকে তিনি বলেছেন, ‘আমি আরো চার-পাঁচ বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে চাই এবং তারপর অন্য অভিজ্ঞতা নেওয়া যাবে। পিএসজিতে আমার চুক্তি দুই বছরের। চেষ্টা করব তিন বা চার বছর থাকতে। দেখা যাক কী হয়। যতক্ষণ আমার শরীর সায় দেবে, আমি অমার মনকে স্থির রাখব।’
রামোস আরো বলেছেন, ‘আমি বিশ্বের সেরা দলে সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। কারণ দিন শেষে ফুটবল একটি সম্মিলিত খেলা। একটা দল হিসেবে (খেলে) জিততে হয়। বিশ্বসেরা হতে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে খেলতে পছন্দ করি। এসব কিছুর জন্য সব সময় আপনাকে দলের জন্য কাজ করতে হবে।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে