শৈশব থেকেই রাসমুস হয়লুন্দের স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার। সেই স্বপ্ন আজ ডেনমার্কের স্ট্রাইকারের পূরণ হয়েছে। ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করাতে।
কিন্তু কখনো কি হয়লুন্দ ভেবেছিলেন তাঁর জীবন এক চুক্তিতে বদলে যাবে। রাতারাতি কয়েক শ কোটি টাকার মালিক হবেন। প্রতিভার কারণে ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই হতে পারতেন। কিন্তু এত কম তাড়াতাড়ি হবে নিজেও হয়তো কল্পনা করেননি তিনি। মাত্র ১৮ মাসের মধ্যে যে বাংলাদেশি মুদ্রায় ৯৯৩ কোটি টাকার মালিক হয়েছেন তিনি। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে প্রতিভার ছাপ রাখার ফলই পেয়েছেন তিনি।
ম্যান ইউনাইটেডের সঙ্গে আজ ৯৯৩ কোটি টাকার চুক্তি করেছেন হয়লুন্দ। এই টাকা তিনি ৫ বছরের জন্য পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী চাইলে আরও এক বছর স্বপ্নের ক্লাবে খেলতে পারবেন। তখন পরিশ্রমের ফল হিসেবে টাকার পরিমাণটাও বাড়বে। অথচ, ১৮ মাস আগে ডেনিস ফরোয়ার্ডের মূল্য ছিল ১৮ কোটি টাকা। চুক্তি শেষে তাঁর দাম এখন ৫৫ গুণ বেড়েছে।
ইংলিশ ক্লাবে যোগ দিয়ে নিজের স্বপ্নের কথা শোনালেন হয়লুন্দ। তিনি বলেছেন, ‘গোপনীয়তার কিছু নেই। শৈশব থেকেই দুর্দান্ত এই ক্লাবের ভক্ত ছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে হাঁটার স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। ক্লাব আমার প্রতি যে বিশ্বাস রেখেছে তার প্রতিদান দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
২০২০ সালে স্বদেশি ক্লাব কোপেনহেগেনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হয়লুন্দ। ১৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও খেলায় নজর কেড়েছিলেন তিনি। এরপর স্টর্ম গ্রাজের হয়ে দুর্দান্ত খেলে গত বছর আতালান্তায় যোগ দেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। সিরি আয় দুর্দান্ত খেলার ফল পেলেন এবার হাতেনাতে।
হয়লুন্দকে কিনতে মৌসুম শেষ হওয়ার পর থেকেই চোখ রাখছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হিসেবেই তাঁকে বড় অঙ্কের টাকায় দলে ভেড়াতে রাজি ছিলেন টেন হাগ। অবশেষে সেই চেষ্টায় সফল হলেন ডাচ কোচ। দলবদলে তৃতীয় খেলোয়াড় কিনল ইউনাইটেড। এর আগে ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন মাউন্ট ও ঘানার গোলরক্ষক আন্দ্রে ওনানার সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলসরা।
শৈশব থেকেই রাসমুস হয়লুন্দের স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার। সেই স্বপ্ন আজ ডেনমার্কের স্ট্রাইকারের পূরণ হয়েছে। ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করাতে।
কিন্তু কখনো কি হয়লুন্দ ভেবেছিলেন তাঁর জীবন এক চুক্তিতে বদলে যাবে। রাতারাতি কয়েক শ কোটি টাকার মালিক হবেন। প্রতিভার কারণে ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই হতে পারতেন। কিন্তু এত কম তাড়াতাড়ি হবে নিজেও হয়তো কল্পনা করেননি তিনি। মাত্র ১৮ মাসের মধ্যে যে বাংলাদেশি মুদ্রায় ৯৯৩ কোটি টাকার মালিক হয়েছেন তিনি। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলে প্রতিভার ছাপ রাখার ফলই পেয়েছেন তিনি।
ম্যান ইউনাইটেডের সঙ্গে আজ ৯৯৩ কোটি টাকার চুক্তি করেছেন হয়লুন্দ। এই টাকা তিনি ৫ বছরের জন্য পাবেন। চুক্তির শর্ত অনুযায়ী চাইলে আরও এক বছর স্বপ্নের ক্লাবে খেলতে পারবেন। তখন পরিশ্রমের ফল হিসেবে টাকার পরিমাণটাও বাড়বে। অথচ, ১৮ মাস আগে ডেনিস ফরোয়ার্ডের মূল্য ছিল ১৮ কোটি টাকা। চুক্তি শেষে তাঁর দাম এখন ৫৫ গুণ বেড়েছে।
ইংলিশ ক্লাবে যোগ দিয়ে নিজের স্বপ্নের কথা শোনালেন হয়লুন্দ। তিনি বলেছেন, ‘গোপনীয়তার কিছু নেই। শৈশব থেকেই দুর্দান্ত এই ক্লাবের ভক্ত ছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে হাঁটার স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। ক্লাব আমার প্রতি যে বিশ্বাস রেখেছে তার প্রতিদান দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
২০২০ সালে স্বদেশি ক্লাব কোপেনহেগেনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন হয়লুন্দ। ১৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও খেলায় নজর কেড়েছিলেন তিনি। এরপর স্টর্ম গ্রাজের হয়ে দুর্দান্ত খেলে গত বছর আতালান্তায় যোগ দেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। সিরি আয় দুর্দান্ত খেলার ফল পেলেন এবার হাতেনাতে।
হয়লুন্দকে কিনতে মৌসুম শেষ হওয়ার পর থেকেই চোখ রাখছিলেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হিসেবেই তাঁকে বড় অঙ্কের টাকায় দলে ভেড়াতে রাজি ছিলেন টেন হাগ। অবশেষে সেই চেষ্টায় সফল হলেন ডাচ কোচ। দলবদলে তৃতীয় খেলোয়াড় কিনল ইউনাইটেড। এর আগে ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন মাউন্ট ও ঘানার গোলরক্ষক আন্দ্রে ওনানার সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলসরা।
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে