মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তবে এখনো তাঁর উত্তরসূরি ঠিক হয়নি। জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বেয়ার লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা জেতানো কোচ জাবি আলোনসোকে চেয়েছিল লিভারপুল। এমনকি ইন্টার মিলানকে এ মৌসুমের সিরি আ জেতানো সিমোনে ইনজাঘির দিকেও চোখ ছিল অলরেডদের। তবে আপাতত তাঁদের কেউ লিভারপুলে আসছেন না।
অবশ্য এমন একজন আছেন যিনি নিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান। ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কোচ আরনে স্লটের আশা, এ মৌসুম শেষে অ্যানফিল্ডে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার। লিভারপুলও সম্ভাব্য এ নিয়োগ নিয়ে গত পরশু ফেয়েনুর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছে।
২০২১ থেকে ফেয়েনুর্ডের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। এ মৌসুমেও আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন। গত রাতে ফেইনুর্ড লিগে গো এহেড ঈগলসকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যম ইএসপিএন’কে বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে (অ্যানফিল্ড) কাজ করতে চাই। শুধু এটা বলতে পারি যে, ক্লাবগুলো আলোচনায় রয়েছে। আমি ওয়েটিং রুমে আছি।’
লিভারপুলের সঙ্গে ফেয়েনুর্ড চুক্তিতে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী স্লট। স্বদেশি লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত বুধবার রাতে এভারটনের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ দৌড় থেকে ছিটকে পড়ার পর ডাচ ডিফেন্ডার জানান, স্লটের খেলার দর্শনের সঙ্গে তাদের ক্লাবের দর্শন মিলে যায়। এমনকি স্লটকে ‘এই মুহূর্তের সেরা কোচদের একজন’ বলেও অভিহিত করেন ফন ডাইক।
তিন বছরের চুক্তিতে ফেয়েনুর্ডের সঙ্গে চুক্তি করেন স্লট। তবে ডাচ কোচ রাজি হলে লিভারপুলকে তাঁর ফি নিয়ে আলোচনা করতে হবে। কারণ, এই মৌসুমে স্লট রিলিজ ক্লজ পাবেন না। আগামী বছর পর্যন্ত সেটি সক্রিয় করা যাবে না। ফেয়েনুর্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে আরও এক বছর।
ফেয়েনুর্ডকে ২০২২-২৩ মৌসুমে লিগ জেতানো ছাড়াও ডাচ জিতিয়েছেন স্লট। এর আগে তাঁর প্রিমিয়ার লিগে অন্য দুই ক্লাব টটেনহাম ও লিডস ইউনাইটেডে যাওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল।
মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তবে এখনো তাঁর উত্তরসূরি ঠিক হয়নি। জার্মান কোচের স্থলাভিষিক্ত হিসেবে বেয়ার লেভারকুজেনকে প্রথম বুন্দেসলিগা জেতানো কোচ জাবি আলোনসোকে চেয়েছিল লিভারপুল। এমনকি ইন্টার মিলানকে এ মৌসুমের সিরি আ জেতানো সিমোনে ইনজাঘির দিকেও চোখ ছিল অলরেডদের। তবে আপাতত তাঁদের কেউ লিভারপুলে আসছেন না।
অবশ্য এমন একজন আছেন যিনি নিজ থেকে অলরেডদের দায়িত্ব নিতে চান। ডাচ ক্লাব ফেয়েনুর্ডের কোচ আরনে স্লটের আশা, এ মৌসুম শেষে অ্যানফিল্ডে ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার। লিভারপুলও সম্ভাব্য এ নিয়োগ নিয়ে গত পরশু ফেয়েনুর্ডের সঙ্গে সরাসরি কথা বলেছে।
২০২১ থেকে ফেয়েনুর্ডের দায়িত্বে স্লট। ৪৫ বছর বয়সী ডাচ কোচের অধীনে গত মৌসুমে লিগ শিরোপা ইরেদিভিসি জিতেছিল ক্লাবটি। এ মৌসুমেও আছে দুর্দান্ত ছন্দে। ৩৪ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসভি আইন্দোফেন। গত রাতে ফেইনুর্ড লিগে গো এহেড ঈগলসকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জয়ের আনন্দ নিয়ে স্লট ক্রীড়া মাধ্যম ইএসপিএন’কে বলেন, ‘আমার কাছে এটা পরিষ্কার যে আমি সেখানে (অ্যানফিল্ড) কাজ করতে চাই। শুধু এটা বলতে পারি যে, ক্লাবগুলো আলোচনায় রয়েছে। আমি ওয়েটিং রুমে আছি।’
লিভারপুলের সঙ্গে ফেয়েনুর্ড চুক্তিতে পৌঁছাবে বলে আত্মবিশ্বাসী স্লট। স্বদেশি লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক থেকেও সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত বুধবার রাতে এভারটনের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ দৌড় থেকে ছিটকে পড়ার পর ডাচ ডিফেন্ডার জানান, স্লটের খেলার দর্শনের সঙ্গে তাদের ক্লাবের দর্শন মিলে যায়। এমনকি স্লটকে ‘এই মুহূর্তের সেরা কোচদের একজন’ বলেও অভিহিত করেন ফন ডাইক।
তিন বছরের চুক্তিতে ফেয়েনুর্ডের সঙ্গে চুক্তি করেন স্লট। তবে ডাচ কোচ রাজি হলে লিভারপুলকে তাঁর ফি নিয়ে আলোচনা করতে হবে। কারণ, এই মৌসুমে স্লট রিলিজ ক্লজ পাবেন না। আগামী বছর পর্যন্ত সেটি সক্রিয় করা যাবে না। ফেয়েনুর্ডের সঙ্গে তাঁর চুক্তি আছে আরও এক বছর।
ফেয়েনুর্ডকে ২০২২-২৩ মৌসুমে লিগ জেতানো ছাড়াও ডাচ জিতিয়েছেন স্লট। এর আগে তাঁর প্রিমিয়ার লিগে অন্য দুই ক্লাব টটেনহাম ও লিডস ইউনাইটেডে যাওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে