Ajker Patrika

রিয়ালের কাছে হেরে ক্ষুব্ধ জাভি, আনচেলত্তির খোঁচা 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর এল ক্লাসিকোতে হার—দুঃসময়ের সংজ্ঞাটা বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের চেয়ে আর কে-ইবা ভালো বুঝবেন? একের পর এক ম্যাচ হারার হতাশা তো রয়েছেই, একই সঙ্গে জাভির ক্ষোভ ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের ওপর। খোচা দিতে ছাড়েননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে অনুষ্ঠিত এল ক্লাসিকোয় জাভির হতাশা বার্সেলোনার গোল বাতিল নিয়ে। ৬ ও ১৮ মিনিটে বার্সেলোনা ও রিয়াল করেছে একটি করে গোল। ২৮ মিনিটে বার্সা এগিয়ে যেতে পারত ২-১ গোলে। ল্যামিন ইয়ামালের শট ঠেকিয়েছেন রিয়াল গোলরক্ষক আন্দ্রিই লুনিন। ইয়ামালের শট গোললাইন পেরোনোর আগে না পরে—লুনিন কখন ফিরিয়েছেন, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সেটা অনেকক্ষণ দেখার পর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। গোল বাতিল নিয়ে ক্ষোভ ঝেরেছেন জাভি ম্যাচ শেষে। সাংবাদিকদের বার্সা কোচ বলেন, ‘প্রত্যেকেই এটা দেখেছে। তারা চাইলে আমাকে শাস্তি দিতে পারে। ছবিগুলো সেখানেই রয়েছে। ম্যাচ বিশ্লেষণ করে বলতে পারি, আমরা মাদ্রিদের চেয়ে ভালো অবস্থায় ছিলাম। গোল লাইন প্রযুক্তির ব্যাপারে আমি ভাষা হারিয়ে ফেলেছি। যাচাই করে দেখার জন্য ভালো কোনো অ্যাঙ্গেল পাওয়া গেল না।’ 

রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ১ মিনিটে রিয়ালের জয়সূচক গোল করেন জুড বেলিংহাম। রিয়াল কোচ আনচেলত্তির কণ্ঠে ছিল উচ্ছ্বাসের ধ্বনি। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যান চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’ 

এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত