কাতার বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দ্বিতীয় রাউন্ডে রাত ১টায় লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা।
ঊরুর চোটে ক্যাঙারুদের বিপক্ষে শুরুর একাদশে অনিশ্চিত আনহেল দি মারিয়া। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে এই স্ট্রাইকারকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। দলের সেরা একজন ফুটবলারকে এভাবে তুলে নেওয়ায়, তখনই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশাও প্রকাশ করেন সমর্থকেরা।
তবে ম্যাচ শেষে স্কালোনি বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘দি মারিয়া ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’
বড় কোনো প্রতিযোগিতা আর দি মারিয়ার চোট—নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ সময়ে আর্জেন্টিনা আগেও তাঁকে অনেকবার পায়নি। যখনই আবার পেয়েছি, তখনই শিরোপা জিতেছে। কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি জয়ে দি মারিয়ার গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
কুইজে অংশগ্রহণ করুন ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট জিতুন, বিস্তারিত জানতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়া খেলবেন কি–না, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও স্কালোনির উত্তরে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আর্জেন্টিনার কোচ বললেন, ‘অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, দি মারিয়ার জায়গায় এই ম্যাচে স্কালোনি মাঠে নামতে পারেন–আনহেল কোরেয়া, পাপু গোমেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে থেকে কাউকে। তবে এগিয়ে রাখা হয়েছে কোরেয়াকে। মাঠে নামার জন্য আতলেতিকে মাদ্রিদের ফরোয়ার্ড নাকি শতাভাগ প্রস্তুতও রয়েছেন। গুঞ্জন রয়েছে পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে প্রয়োজন পড়লে দি মারিয়াকে মাঠে নামাতে পারেন স্কালোনি।
কুইজে অংশগ্রহণ করুন টিভি জিতুন, বিস্তারিত জানতে ক্লিক করুন
এ ছাড়া শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। শুরু থেকে পোল্যান্ড ম্যাচের ১০ জনই থাকতে পারেন। আর্জেন্টিনার একাদশ: গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, রাইট ব্যাক নাহুয়েল মলিনা, লেফট ব্যাক মর্কোস আকুনিয়া, সেন্ট্রাল মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলিক্সিস ম্যাক অ্যালিস্টার, রাইট উইংয়ে লিওনেল মেসি, লেফটে আনহেল কোরেয়া এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
কাতার বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দ্বিতীয় রাউন্ডে রাত ১টায় লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা।
ঊরুর চোটে ক্যাঙারুদের বিপক্ষে শুরুর একাদশে অনিশ্চিত আনহেল দি মারিয়া। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে এই স্ট্রাইকারকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। দলের সেরা একজন ফুটবলারকে এভাবে তুলে নেওয়ায়, তখনই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশাও প্রকাশ করেন সমর্থকেরা।
তবে ম্যাচ শেষে স্কালোনি বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘দি মারিয়া ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’
বড় কোনো প্রতিযোগিতা আর দি মারিয়ার চোট—নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ সময়ে আর্জেন্টিনা আগেও তাঁকে অনেকবার পায়নি। যখনই আবার পেয়েছি, তখনই শিরোপা জিতেছে। কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি জয়ে দি মারিয়ার গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
কুইজে অংশগ্রহণ করুন ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট জিতুন, বিস্তারিত জানতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়া খেলবেন কি–না, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও স্কালোনির উত্তরে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আর্জেন্টিনার কোচ বললেন, ‘অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, দি মারিয়ার জায়গায় এই ম্যাচে স্কালোনি মাঠে নামতে পারেন–আনহেল কোরেয়া, পাপু গোমেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে থেকে কাউকে। তবে এগিয়ে রাখা হয়েছে কোরেয়াকে। মাঠে নামার জন্য আতলেতিকে মাদ্রিদের ফরোয়ার্ড নাকি শতাভাগ প্রস্তুতও রয়েছেন। গুঞ্জন রয়েছে পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে প্রয়োজন পড়লে দি মারিয়াকে মাঠে নামাতে পারেন স্কালোনি।
কুইজে অংশগ্রহণ করুন টিভি জিতুন, বিস্তারিত জানতে ক্লিক করুন
এ ছাড়া শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। শুরু থেকে পোল্যান্ড ম্যাচের ১০ জনই থাকতে পারেন। আর্জেন্টিনার একাদশ: গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ, সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, রাইট ব্যাক নাহুয়েল মলিনা, লেফট ব্যাক মর্কোস আকুনিয়া, সেন্ট্রাল মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলিক্সিস ম্যাক অ্যালিস্টার, রাইট উইংয়ে লিওনেল মেসি, লেফটে আনহেল কোরেয়া এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৪ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগে