Ajker Patrika

‘বেনজেমা ছাড়া রিয়াল এক নয়’

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫: ০৯
‘বেনজেমা ছাড়া রিয়াল এক নয়’

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন করিম বেনজেমা। তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন সাবেক ফরাসি তারকা। তাঁর চলে যাওয়ায় রিয়ালের বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উসমান দেম্বেলে।

শুধু রিয়ালের কথাই বলেননি, সঙ্গে লা লিগারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেম্বেলে। মার্কাকে তিনি বলেছেন, ‘বেনজেমা ছাড়া রিয়াল মাদ্রিদ বড় কিছু হারিয়েছে। কারণ সে ব্যালন ডি’অর বিজয়ী এবং দুর্দান্ত একজন খেলোয়াড়। বেনজেমাকে ছাড়া রিয়াল এক নয়। তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্ষতি।’

লা লিগায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ফ্রান্স দলে একসঙ্গে খেলেছেন বেনজেমা-দেম্বেলে। কাছ থেকে দেখার সুযোগের কারণেই সাবেক সতীর্থের ক্ষমতা ভালোই জানা বার্সেলোনা ফরোয়ার্ডের। এজনই তিনি বলেছেন, ‘তার চলে যাওয়া লা লিগার জন্যও বড় ক্ষতির। সে এমন একজন ফুটবলার, যে অনেক গোলের সঙ্গে অ্যাসিস্টও করে। সে অসাধারণ একজন খেলোয়াড়।’ 

২০১৮ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর লস ব্ল্যাংকোসদের একাই টেনেছেন বেনজেমা। পর্তুগিজ তারকা চলে যাওয়ার পর তাঁর জন্যও শাপে বর হয়েছে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর ছায়া থেকে বেরিয়ে নিজেকে রিয়ালের কিংবদন্তি করেছেন তিনি। টানা দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছেন। সঙ্গে এক সময়ের মধ্যে দুই বার লা লিগাসহ আরও অনেক ট্রফি জিতিয়েছেন। আর নিজে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন। এখন সামনে দেখার বিষয় ফরাসি তারকার ক্ষতিপূরণ কত দ্রুত মেটাতে পারে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত