Ajker Patrika

রোনালদোবিহীন ম্যানইউকে গুঁড়িয়ে শীর্ষে লিভারপুল

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৫: ০২
রোনালদোবিহীন ম্যানইউকে গুঁড়িয়ে শীর্ষে লিভারপুল

দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হাড়ে হাড়ে টের পেল ম্যানইউ। লিভারপুলের মাঠে গিয়ে তারা বিধ্বস্ত হলো ৪-০ গোলে।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের আগা-গোড়া ম্যানইউকে চাপে রেখে খেলেছে লিভারপুল। আক্রমণ করে গোল করা তো দূরের কথা, ম্যাচজুড়ে রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে রালফ রাংনিকের দলকে। রোনালদোর অনুপস্থিতির ম্যাচে রেড ডেভিলসরা তো গোল পেলই নয়, বরং অপরিচিত দর্শকদের সামনে হজম করল চার চারটি গোল!

৫ মিনিটে গোলের শুরু; ৮৫ মিনিটে শেষ। প্রথমার্ধে দুই গোল হজম করা ম্যানইউ বিরতির পর হজম করল আরও দুটি। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোল দুটির মালিক সাদিও মানে ও লুইস দিয়াজ। তিনজনই অবশ্য আলাদাভাবে একটি করে গোলে অ্যাসিস্ট করেছেন। তবে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন দিয়েগো জোতা।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানইউর এটা নবম হার। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা। এবারের হারে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের টিকিট পাওয়াটা আরও কঠিন হয়ে গেল ম্যানইউর জন্য। তাদের উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট অল রেডদের। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমেছে ম্যানচেস্টার সিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত