দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হাড়ে হাড়ে টের পেল ম্যানইউ। লিভারপুলের মাঠে গিয়ে তারা বিধ্বস্ত হলো ৪-০ গোলে।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের আগা-গোড়া ম্যানইউকে চাপে রেখে খেলেছে লিভারপুল। আক্রমণ করে গোল করা তো দূরের কথা, ম্যাচজুড়ে রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে রালফ রাংনিকের দলকে। রোনালদোর অনুপস্থিতির ম্যাচে রেড ডেভিলসরা তো গোল পেলই নয়, বরং অপরিচিত দর্শকদের সামনে হজম করল চার চারটি গোল!
৫ মিনিটে গোলের শুরু; ৮৫ মিনিটে শেষ। প্রথমার্ধে দুই গোল হজম করা ম্যানইউ বিরতির পর হজম করল আরও দুটি। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোল দুটির মালিক সাদিও মানে ও লুইস দিয়াজ। তিনজনই অবশ্য আলাদাভাবে একটি করে গোলে অ্যাসিস্ট করেছেন। তবে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন দিয়েগো জোতা।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানইউর এটা নবম হার। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা। এবারের হারে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের টিকিট পাওয়াটা আরও কঠিন হয়ে গেল ম্যানইউর জন্য। তাদের উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট অল রেডদের। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমেছে ম্যানচেস্টার সিটি।
দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হাড়ে হাড়ে টের পেল ম্যানইউ। লিভারপুলের মাঠে গিয়ে তারা বিধ্বস্ত হলো ৪-০ গোলে।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের আগা-গোড়া ম্যানইউকে চাপে রেখে খেলেছে লিভারপুল। আক্রমণ করে গোল করা তো দূরের কথা, ম্যাচজুড়ে রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে রালফ রাংনিকের দলকে। রোনালদোর অনুপস্থিতির ম্যাচে রেড ডেভিলসরা তো গোল পেলই নয়, বরং অপরিচিত দর্শকদের সামনে হজম করল চার চারটি গোল!
৫ মিনিটে গোলের শুরু; ৮৫ মিনিটে শেষ। প্রথমার্ধে দুই গোল হজম করা ম্যানইউ বিরতির পর হজম করল আরও দুটি। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোল দুটির মালিক সাদিও মানে ও লুইস দিয়াজ। তিনজনই অবশ্য আলাদাভাবে একটি করে গোলে অ্যাসিস্ট করেছেন। তবে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন দিয়েগো জোতা।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানইউর এটা নবম হার। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা। এবারের হারে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের টিকিট পাওয়াটা আরও কঠিন হয়ে গেল ম্যানইউর জন্য। তাদের উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট অল রেডদের। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমেছে ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে