Ajker Patrika

পেলের পর যে রেকর্ডে নাম লেখালেন গাভি

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ৩০
পেলের পর যে রেকর্ডে নাম লেখালেন গাভি

গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।

কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা। 

সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন। 

বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ 
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত