Ajker Patrika

তুর্কমিনিস্তানকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১: ০৬
Thumbnail image

দাপুটে জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই শুরু করল বাংলাদেশ। তুর্কমিনিস্তানকে গোলের বন্যায় ভাসিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। তুইনুয়ে মারমার জোড়া গোলে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৬-০ গোলে।

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের কালাংয়ের জালান বেসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় রুমা আক্তারেরা। ম্যাচের তৃতীয় মিনিটে জাল খুঁজে নেন পূজা দাস। দুই মিনিট পর বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন তুইনুয়ে মারমা। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ১০ নম্বর জার্সির এই ফরোয়ার্ড।

তার আগে বাংলাদেশ পায় তৃতীয় গোলের দেখা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা দলের তৃতীয় গোল করেন। বিরতি থেকে ফিরে আরও তিন গোলের দেখা পায় ছোটনের দল। শুরুটা করেন তুইনুয়ে। বাংলাদেশে পরের গোল দুটি করে পেনাল্টি থেকে। ৬০ মিনিটে সফল স্পট কিক নেন সুরভী আকন্দ প্রীতি। ৮২ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড শ্রীমতি তৃষ্ণা।

তুর্কমিনিস্তান উড়িয়ে বাছাইয়ের দ্বিতীয় ধাপের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। ‘ডি’ বাংলাদেশ একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিঙ্গাপুরের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত