ক্রীড়া ডেস্ক
খ্যাতির বিড়ম্বনায় তারকা খেলোয়াড়দের পড়তে হয় বারবার। দারুণ খেললে যেমন প্রশংসা পান, তেমনি কোনো রকম ভুল হলে তাঁদের নিয়ে বিদ্রূপ করতে ছাড়েন না ভক্ত-সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে গত রাতে পেনাল্টি মিসের পর আর্লিং হালান্ড হয়েছেন ট্রলের শিকার।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস ও হালান্ডের ছবি জোড়া লাগিয়ে পারফরম্যান্সের তুলনা করেছে চ্যাম্পিয়নস লিগে। সেখানে লেখা ছিল, ২০২৪-২৫ মৌসুমে আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলে হালান্ডের গোল ১৭। গিওকেরেসের গোল ২২। সেই ব্যবধান কমানোর সুযোগ এসেছিল হালান্ডের কাছে। তবে ৬৯ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে বাঁ পায়ের শট নিলে সেটা গোলবারে আটকে যায়। ম্যাচ শেষে সুইডেন ফুটবলের অফিশিয়াল এক্স হ্যান্ডল গিওকেরেসের সংখ্যা বাড়িয়ে ২৫ করেছে। হালান্ডেরটা সেই ১৭ লিখেছে। নিচে চ্যাম্পিয়নস লিগের সেই কার্ডটা পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ম্যান সিটিকে ৪-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। চার মিনিটে সিটির একমাত্র গোল করেন ফিল ফোডেন। আধা ঘণ্টারও বেশি সময় গোল হজম না করা সিটি এরপর লাগাতার গোল খেতে থাকে। হ্যাটট্রিক করেছেন গিওকেরেস। অপর গোলটি করেন ম্যাক্সিমিলানো আরাউহো। হারের পর হতাশা ধরে রাখতে পারেননি বার্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডার ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা হতাশাজনক। কারণ আমরা এখন অন্ধকারে আছি। সবকিছুতেই ভুল হচ্ছে। এমনকি আমরা ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারি না। দ্রুতই গোল হজম করি।’
স্পোর্টিং সিপি ৪ গোলের মধ্যে ২টিই করেছে পেনাল্টি থেকে। ৪৯ ও ৮০ মিনিটে গোল ২টি করেন দলটির ফরোয়ার্ড গিওকেরেস। বিশাল ব্যবধানে হারের হতাশা লুকোতে পারেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা, ‘ফল তো এখানেই। স্পোর্টিংকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তারপর আমরা সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি। এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে আমাদের তৃতীয় ও চতুর্থ গোল দুটি হজম করা উচিত হয়নি।’
খ্যাতির বিড়ম্বনায় তারকা খেলোয়াড়দের পড়তে হয় বারবার। দারুণ খেললে যেমন প্রশংসা পান, তেমনি কোনো রকম ভুল হলে তাঁদের নিয়ে বিদ্রূপ করতে ছাড়েন না ভক্ত-সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে গত রাতে পেনাল্টি মিসের পর আর্লিং হালান্ড হয়েছেন ট্রলের শিকার।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস ও হালান্ডের ছবি জোড়া লাগিয়ে পারফরম্যান্সের তুলনা করেছে চ্যাম্পিয়নস লিগে। সেখানে লেখা ছিল, ২০২৪-২৫ মৌসুমে আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলে হালান্ডের গোল ১৭। গিওকেরেসের গোল ২২। সেই ব্যবধান কমানোর সুযোগ এসেছিল হালান্ডের কাছে। তবে ৬৯ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে বাঁ পায়ের শট নিলে সেটা গোলবারে আটকে যায়। ম্যাচ শেষে সুইডেন ফুটবলের অফিশিয়াল এক্স হ্যান্ডল গিওকেরেসের সংখ্যা বাড়িয়ে ২৫ করেছে। হালান্ডেরটা সেই ১৭ লিখেছে। নিচে চ্যাম্পিয়নস লিগের সেই কার্ডটা পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ম্যান সিটিকে ৪-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। চার মিনিটে সিটির একমাত্র গোল করেন ফিল ফোডেন। আধা ঘণ্টারও বেশি সময় গোল হজম না করা সিটি এরপর লাগাতার গোল খেতে থাকে। হ্যাটট্রিক করেছেন গিওকেরেস। অপর গোলটি করেন ম্যাক্সিমিলানো আরাউহো। হারের পর হতাশা ধরে রাখতে পারেননি বার্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডার ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা হতাশাজনক। কারণ আমরা এখন অন্ধকারে আছি। সবকিছুতেই ভুল হচ্ছে। এমনকি আমরা ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারি না। দ্রুতই গোল হজম করি।’
স্পোর্টিং সিপি ৪ গোলের মধ্যে ২টিই করেছে পেনাল্টি থেকে। ৪৯ ও ৮০ মিনিটে গোল ২টি করেন দলটির ফরোয়ার্ড গিওকেরেস। বিশাল ব্যবধানে হারের হতাশা লুকোতে পারেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা, ‘ফল তো এখানেই। স্পোর্টিংকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তারপর আমরা সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি। এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে আমাদের তৃতীয় ও চতুর্থ গোল দুটি হজম করা উচিত হয়নি।’
গতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
২ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৫ ঘণ্টা আগে