Ajker Patrika

জয়ের ম্যাচে বড় খেসারত দিয়েছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক    
ছিটকে গেছেন দানি ওলমো। ছবি: এএফপি
ছিটকে গেছেন দানি ওলমো। ছবি: এএফপি

ঘাড়ে নিশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সেলোনা। নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। ফরোয়ার্ড ফেরান তোরেস ১১ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সা। আলেহান্দ্রো বালদের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই জালে বল ঠেলে দেন তিনি।

ফাউলের শিকার হয়ে ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। বিরতির পর রবার্তো লেভানদোভস্কি বেশ কাছ থেকে নেওয়া হেডে জাল কাঁপান ৭৭ মিনিটে। গত ডিসেম্বরের শেষ দিক থেকে অপরাজিত বার্সা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা একমাত্র দল হিসেবে ২০২৫ সালে কোনো ম্যাচ হারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা।

লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। সমান ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে। লিগে এখনো ১০ ম্যাচ বাকি। বেশ জমে উঠেছে শীর্ষ তিন দলের শিরোপা লড়াই। ম্যাচ শেষে তোরেস বলেছেন, ‘এখন থেকে প্রতিটি ম্যাচ ফাইনাল। আজকেও আলাদা কিছু ছিল না। আমরা দ্রুত এর সমাধান করলাম এবং ভালোভাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিন পয়েন্ট, আমরা এগিয়ে যাচ্ছি।’

গত ৮ মার্চ কাতালান ক্লাবের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচের দলে বড়সড় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়দের ফিটনেস এবং চোটের কারণে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়রা অনুপস্থিত ছিলেন।

শুরুতে লেভানদোভস্কি ও রাফিনিয়ার জায়গা হয়েছিল বেঞ্চে। তবুও বার্সা ছন্দ হারায়নি। ওসাসুনা তো লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। তবে চিন্তা বাড়াল দানি ওলমোর চোট। পেশির চোটে আগেভাগেই মাঠ ছাড়তে হয়েছে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে। পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে ওসাসুনা।

ম্যাচশেষে বার্সা কোচও ফ্লিকের কণ্ঠেও ছিল ওলমোর চোটের চিন্তা, ‘আমরা যে অবস্থায় আছি, সেখান থেকেই আজ সেরাটা করেছি। এই ম্যাচ খেলার জন্য দিনটা ঠিক ছিল না। আন্তর্জাতিক বিরতির পর এটা ভালো ছিল না। আমাদের আরও তিন পয়েন্ট এসেছে। কিন্তু দানির চোট আমরা বড় খেসারত দিয়েছি। এটা ভালো নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার আমলে গভর্নর হওয়ার প্রস্তাব পেয়েছিলাম: আহসান এইচ মনসুর

আলোচনায় ড. ইউনূসকে প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা, আইনি পথ কী

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট বাড়বে: ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত