Ajker Patrika

এবার নতুন কোন রেকর্ড গড়লেন মেসি 

আপডেট : ০২ জুন ২০২৪, ২০: ১২
এবার নতুন কোন রেকর্ড গড়লেন মেসি 

ক্যারিয়ার জুড়েই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে ক্লাব ফুটবল, বিশ্বের যে প্রান্তেই ম্যাচ হোক না কেন মেসি তাঁর পারফরম্যান্সের ছাপ রেখেছেন। মেজর লিগ সকারেও (এমএলএস) রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। 

বাংলাদেশ সময় আজ ভোরে এমএলএসে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও সেন্ট লুইস সিটি। চেজ স্টেডিয়ামে হওয়া ম্যাচে ২৫ মিনিটে গোল মায়ামিকে এগিয়ে নেন মেসি। জর্দি আলবার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ে গোল করেই রেকর্ড বইয়ে নিজের নাম লেখান আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ১২ ম্যাচে ২৫ গোলে অবদান রেখেছেন তিনি। যা এমএলএসের কোনো মৌসুমে প্রথম ২৫ গোলে অবদান রাখায় দ্রুততম। এমএলএসের পরিসংখ্যান অনুযায়ী, মেসি এবার করেছেন ১২ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। তাতে তিনি ভেঙেছেন ৫ বছরের পুরোনো রেকর্ড। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসের জার্সিতে ২৫ গোলে অবদান রাখতে কার্লোস ভেলা খেলেন ১৬ ম্যাচ।

মেসির রেকর্ড গড়ার দিন অবশ্য জিততে পারেনি ইন্টার মায়ামি। গোলবন্যার মায়ামি-সেন্ট লুইস সিটি ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে। ম্যাচটি অবশ্য মায়ামি ড্র করতে পেরেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে। ৮৫ মিনিটে হুলিয়ান গ্রেসেলের অ্যাসিস্টে গোল করেন জর্দি আলবা। আলবার গোলেই ম্যাচ হারের হাত থেকে বেঁচে যায় মায়ামি। তবু এবারের এমএলএসে এখনো পয়েন্ট তালিকায় সবার ওপরে মায়ামি। ১৮ ম্যাচে ১০ জয়, ৫ ড্র ও ৩ পরাজয়ে ৩৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে দলটি। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিনসিনাটি। 

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে গত বছরের জুনে মায়ামিতে পাড়ি জমান মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ২০২৪ সালে জিতেছেন ক্লাবটিতে মাসসেরার পুরস্কার। এমএলএসে এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এমএলএসে গত মাসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০ টিতেই অবদান রাখেন মেসি। 

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত