নিত্যনতুন রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে যেন ‘ডালভাত’। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই কেইনের জয়জয়কার। ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গতকাল নিজের করে নিলেন কেইন। রেকর্ড ভাঙা কেইন হচ্ছেন রুনির চোখে কিংবদন্তি।
গত রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলে ইংল্যান্ড। ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রেকর্ড গড়েন কেইন। ৫৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান কেইন। ৫৩ গোল করে এখানে দ্বিতীয় রুনি। রেকর্ড ভাঙা কেইনকে কিংবদন্তি উপাধি দিয়ে রুনি টুইট করেন, ‘ইংল্যান্ডের সেরা গোলদাতা হওয়ায় হ্যারি কেইনকে অভিনন্দন। আমি জানতাম এটা বেশি দিন টিকবে না, তবে তাড়াতাড়ি ভেঙে গেছে। ইংল্যান্ডের কিংবদন্তি হ্যারিকে অভিনন্দন।’
রুনির পাশাপাশি গ্যারি লিনেকার, গ্যারেথ সাউথগেটও প্রশংসায় ভাসিয়েছেন কেইনকে। লিনেকার টুইটারে বলেছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে অভিনন্দন। অসাধারণ অর্জন।’ আর সাউথগেট বলেন, ‘যেভাবে সে (কেইন) রেকর্ড ভাঙল, তা সত্যিই অসাধারণ।’
ইংল্যান্ডের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ৫৪ গোল; ৮১ ম্যাচ
২। ওয়েইন রুনি: ৫৩ গোল; ১২০ ম্যাচ
৩। ববি চার্লটন: ৪৯ গোল; ১০৬ ম্যাচ
৪। গ্যারি লিনেকার: ৪৮ গোল; ৮০ ম্যাচ
৫। জিমি গ্রিভস: ৪৪ গোল; ৫৭ ম্যাচ
নিত্যনতুন রেকর্ড গড়া হ্যারি কেইনের কাছে যেন ‘ডালভাত’। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই কেইনের জয়জয়কার। ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গতকাল নিজের করে নিলেন কেইন। রেকর্ড ভাঙা কেইন হচ্ছেন রুনির চোখে কিংবদন্তি।
গত রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলে ইংল্যান্ড। ইতালিকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রেকর্ড গড়েন কেইন। ৫৪ গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান কেইন। ৫৩ গোল করে এখানে দ্বিতীয় রুনি। রেকর্ড ভাঙা কেইনকে কিংবদন্তি উপাধি দিয়ে রুনি টুইট করেন, ‘ইংল্যান্ডের সেরা গোলদাতা হওয়ায় হ্যারি কেইনকে অভিনন্দন। আমি জানতাম এটা বেশি দিন টিকবে না, তবে তাড়াতাড়ি ভেঙে গেছে। ইংল্যান্ডের কিংবদন্তি হ্যারিকে অভিনন্দন।’
রুনির পাশাপাশি গ্যারি লিনেকার, গ্যারেথ সাউথগেটও প্রশংসায় ভাসিয়েছেন কেইনকে। লিনেকার টুইটারে বলেছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে অভিনন্দন। অসাধারণ অর্জন।’ আর সাউথগেট বলেন, ‘যেভাবে সে (কেইন) রেকর্ড ভাঙল, তা সত্যিই অসাধারণ।’
ইংল্যান্ডের শীর্ষ পাঁচ গোলদাতা:
১। হ্যারি কেইন: ৫৪ গোল; ৮১ ম্যাচ
২। ওয়েইন রুনি: ৫৩ গোল; ১২০ ম্যাচ
৩। ববি চার্লটন: ৪৯ গোল; ১০৬ ম্যাচ
৪। গ্যারি লিনেকার: ৪৮ গোল; ৮০ ম্যাচ
৫। জিমি গ্রিভস: ৪৪ গোল; ৫৭ ম্যাচ
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৭ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে