Ajker Patrika

চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো জর্জিনহো এখন আর্সেনালের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৭
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ১ হাজার ৪০০ কোটি টাকায় শীতকালীন দলবদলের শেষ দিনে এনজো ফার্নান্দেজকে কিনেছে চেলসি। একই দিনে নিজেদের পুরোনো এক শিষ্যকে ছেড়ে দিয়েছে দলটি। 

চেলসির পুরোনো শিষ্য হচ্ছেন জর্জিনহো, যিনি স্ট্যামফোর্ড ব্রিজের দলকে ক্লাব ফুটবলের সব শিরোপা জেতাতে অবদান রেখেছেন। গতকাল ১৫৮ কোটি টাকায় আর্সেনালের সঙ্গে চুক্তি করেছেন এই মিডফিল্ডার। গানারদের সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ইতালিয়ান ফুটবলার। নির্দিষ্ট মেয়াদ শেষে চাইলে আরো এক বছর দলটির সঙ্গে চুক্তি করতে পারবেন তিনি। 

অনেক দিন ধরেই একজন অভিজ্ঞ মিডফিল্ডারকে নেওয়ার চেষ্টা করছিল আর্সেনাল। সেই চেষ্টায় এবার সফল হয়েছে বর্তমানে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ থাকা দলটি। জর্জিনহোকে দলে ভেড়াতে পেরে দারুণ খুশি কোচ মিকেল আর্তেতা। 

আর্তেতা বলেছেন, ‘মাঝমাঠের বুদ্ধিদীপ্ত ও দুর্দান্ত নেতৃত্বের একজন খেলোয়াড় জর্জিনহো। প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ফুটবলে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন। তবে এখনো দলে অবদান রাখার ক্ষুধা ও বিশাল ইচ্ছা রয়েছে তাঁর। তাঁর সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুশি। তাঁকে ও তাঁর পরিবারকে ক্লাবে শুভকামনা জানাচ্ছি।’ 

 ২০১৮ সালে ইতালির ক্লাব নাপোলি থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন জর্জিনহো। ব্লুজদের হয়ে ২১৩ ম্যাচে ২৯ গোলের সঙ্গে ৮ গোলে সহায়তা করেছেন এই মিডফিল্ডার। ২০১১-১২ মৌসুমের পর চেলসিকে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। ২০২০-২১ মৌসুমে চেলসিকে ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দেওয়ার জন্য উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত