ক্রীড়া ডেস্ক, ঢাকা
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।
কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।
কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে