লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।
কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।
কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনো রকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।
কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার! আমরা জিততে পারিনি।’
পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’
নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম, যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে