Ajker Patrika

কোটি টাকারও বেশিতে বিক্রি হচ্ছে মেসির অভিষেক ম্যাচের টিকিট

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০: ৫২
কোটি টাকারও বেশিতে বিক্রি হচ্ছে মেসির অভিষেক ম্যাচের টিকিট

ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে। মিয়ামির জার্সিতে এখন শুধু অভিষেকের অপেক্ষা। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তারকা ফুটবলারের প্রথম ম্যাচের টিকিট কোটি টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।

২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।

মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামির পরের ম্যাচ ২০ আগস্ট। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির এই ম্যাচের প্রতিপক্ষ শার্লট। এমএলএসে মেসির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। এই ম্যাচের টিকিটের দাম ২৮৮ ডলার (৩১ হাজার ৩০২ টাকা)।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্যমণি তো ছিলেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার সপরিবারে এসেছেন মিয়ামির এই অনুষ্ঠানে। এর আগে শনিবার মেসির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করে মিয়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত