Ajker Patrika

ইংল্যান্ডকে নিয়ে এভাবে খেলল হাঙ্গেরি

আপডেট : ১৫ জুন ২০২২, ১২: ১০
ইংল্যান্ডকে নিয়ে এভাবে খেলল হাঙ্গেরি

নেশনস লিগে হাঙ্গেরির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। ৯৪ বছর পর যেটি ঘরের মাঠে ইংলিশদের সবচেয়ে বাজে হার। একই সঙ্গে ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়বঞ্চিত ইংল্যান্ড।

আরেক ম্যাচে ইতালির বিপক্ষে বড় জয় পেয়েছে জার্মানি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হান্সি ফ্লিক জানিয়েছিলেন, একটি জয় বদলে দিতে পারবে দলকে। কতটুকু বদলে দিতে পারবে, সেটি সময়ই বলে দেবে। কিন্তু গত রাতে নেশনস লিগে ইতালিকে ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়ে নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই হয়তো ফিরে পেয়েছে জার্মানি। অন্যদিকে ধুঁকতে থাকা ইতালি আরও একবার বিধ্বস্ত হলো জার্মানির কাছে।

টানা চার ম্যাচে জয়ের দেখা না পাওয়া জার্মানি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। এর ফলও তারা পায়। প্রথমার্ধেই জশুয়া কিমিখ ও ইকাই গুন্দোয়ানের গোলে এগিয়ে যান ফ্লিকের শিষ্যরা। বিরতির পর শুরুতেই গোল করেন টমাস মুলার। ৩-০ গোলে এগিয়ে গিয়ে ইতালিকে আরও চেপে ধরে জার্মানি। ৬৮ ও ৬৯ মিনিটে পরপর ২ গোল করে ব্যবধান ৫-০তে নিয়ে যান টিমো ভের্নার। শেষ দিকে দুটি গোল শোধ করে ইতালি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।

এই হারে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিনে আছে ইতালি। আর হাঙ্গেরির কাছে হারে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে গ্যারেথ সাউথগেটের দল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে হাঙ্গেরি। আর ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুয়ে জার্মানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত