নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রুপনা চাকমা মাঝেমধ্যে মাঝমাঠে একা দাঁড়িয়ে রইলেন। পাস দেওয়া আর নেওয়া ছাড়া যেন আর কিছুই করার ছিল না বাংলাদেশ গোলরক্ষকের। নিজেদের অর্ধে রক্ষণের কাজে এতটাই ব্যস্ত হয়ে রইলেন সিঙ্গাপুরের ফুটবলাররা যে রুপনাকে ছোটখাটো পরীক্ষা নেওয়ার সামান্য সুযোগটাও তাঁদের হয়নি।
র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কতটা শক্তি দেখিয়ে খেলেছে, রুপনার বেকার থাকাটা সেটাই প্রমাণ করে। বাংলাদেশ সর্বশেষ এমন দাপুটে ফুটবল খেলেছিল গত বছর সাফে। এই বছর আগের পাঁচ ম্যাচে জয়হীন থাকায় ছন্দে খানিকটা ভাটা পড়েছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে ২০২৩ সালে প্রথম জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। একই সঙ্গে সাফ জেতার পর প্রথম জয় সাবিনা খাতুনদের। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের পর আরেকটি জয় পেতে নারী ফুটবলারদের অপেক্ষা করতে হলো ১৪ মাস।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আজকের জয়টার গুরুত্ব আছে অন্য প্রেক্ষাপটেও। নিয়মিত স্ট্রাইকার কৃষ্ণারানী সরকারের চোট থাকায় আজ তাঁর জায়গায় একাদশে খেলেছেন তহুরা খাতুন। পরীক্ষায় শতভাগ পাস তহুরা। সিঙ্গাপুরের বিপক্ষে তাঁর পা থেকে জোড়া গোল পেয়েছে বাংলাদেশ।
যদিও বাংলাদেশের গোলের শুরুটা হয়েছিল এক বাংলাদেশি ডিফেন্ডারের হেড থেকে। ম্যাচের বয়স তিন মিনিট হওয়ার আগেই স্বাগতিকদের গোলের উল্লাসে ভাসান আফিদা খন্দকার। বাঁ প্রান্ত থেকে অধিনায়ক সাবিনা খাতুনের ক্রস থেকে আফিদার হেডে বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে চলে এলে বাংলাদেশের পক্ষে গোলের বাঁশি বাজান রেফারি।
তহুরা খাতুন ও মারিয়া মান্দার বোঝাপড়ায় ম্যাচের ১৬ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যাওয়া বাংলাদেশের। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে সিঙ্গাপুরের বক্সে ঢুকে পড়েন মারিয়া, বল বাড়ান তহুরার পায়ে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তহুরার ফিনিশিং দিতে বেশি তেমন ঝামেলাই হয়নি।
২৫ মিনিটে সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। বক্সের বাইরে থেকে সাবিনার শট ক্রসবারের অল্প ওপর দিয়ে চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর রক্ষণের খোলসে ঢুকে পড়ায় বল নিয়ে ঢোকা বেশ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের ফুটবলারদের জন্য। ৬০ মিনিটে সিঙ্গাপুরের রক্ষণে তৃতীয়বারের মতো ফাটল ধরান তহুরা খাতুন। মাঝমাঠ থেকে মাসুরা পারভিনের লম্বা করে বাড়ানো বল গিয়ে পড়ে সিঙ্গাপুরের বক্সে। বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তহুরা।
সারা ম্যাচে অসাধারণ খেলা মারিয়া মান্দা গোল তালিকায় নামতে পারতেন নিজেও। ৭৭ মিনিটে সাবিনার পাস ধরে সহজ সুযোগ নষ্ট করেন বাংলাদেশ সহ-অধিনায়ক। ৮৪ মিনিটে সাবিনার ফ্রি-কিক ক্রসবারে লাগলে ব্যবধানটাও আর বাড়েনি লাল-সবুজ মেয়েদের।
২০১৭ সালে সিঙ্গাপুরের কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ছয় বছর পর দ্বিতীয় ম্যাচে সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে জয়ের ব্যবধানটা ঠিক সেই ৩-০।
রুপনা চাকমা মাঝেমধ্যে মাঝমাঠে একা দাঁড়িয়ে রইলেন। পাস দেওয়া আর নেওয়া ছাড়া যেন আর কিছুই করার ছিল না বাংলাদেশ গোলরক্ষকের। নিজেদের অর্ধে রক্ষণের কাজে এতটাই ব্যস্ত হয়ে রইলেন সিঙ্গাপুরের ফুটবলাররা যে রুপনাকে ছোটখাটো পরীক্ষা নেওয়ার সামান্য সুযোগটাও তাঁদের হয়নি।
র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কতটা শক্তি দেখিয়ে খেলেছে, রুপনার বেকার থাকাটা সেটাই প্রমাণ করে। বাংলাদেশ সর্বশেষ এমন দাপুটে ফুটবল খেলেছিল গত বছর সাফে। এই বছর আগের পাঁচ ম্যাচে জয়হীন থাকায় ছন্দে খানিকটা ভাটা পড়েছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে ২০২৩ সালে প্রথম জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। একই সঙ্গে সাফ জেতার পর প্রথম জয় সাবিনা খাতুনদের। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের পর আরেকটি জয় পেতে নারী ফুটবলারদের অপেক্ষা করতে হলো ১৪ মাস।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আজকের জয়টার গুরুত্ব আছে অন্য প্রেক্ষাপটেও। নিয়মিত স্ট্রাইকার কৃষ্ণারানী সরকারের চোট থাকায় আজ তাঁর জায়গায় একাদশে খেলেছেন তহুরা খাতুন। পরীক্ষায় শতভাগ পাস তহুরা। সিঙ্গাপুরের বিপক্ষে তাঁর পা থেকে জোড়া গোল পেয়েছে বাংলাদেশ।
যদিও বাংলাদেশের গোলের শুরুটা হয়েছিল এক বাংলাদেশি ডিফেন্ডারের হেড থেকে। ম্যাচের বয়স তিন মিনিট হওয়ার আগেই স্বাগতিকদের গোলের উল্লাসে ভাসান আফিদা খন্দকার। বাঁ প্রান্ত থেকে অধিনায়ক সাবিনা খাতুনের ক্রস থেকে আফিদার হেডে বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে চলে এলে বাংলাদেশের পক্ষে গোলের বাঁশি বাজান রেফারি।
তহুরা খাতুন ও মারিয়া মান্দার বোঝাপড়ায় ম্যাচের ১৬ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যাওয়া বাংলাদেশের। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে সিঙ্গাপুরের বক্সে ঢুকে পড়েন মারিয়া, বল বাড়ান তহুরার পায়ে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তহুরার ফিনিশিং দিতে বেশি তেমন ঝামেলাই হয়নি।
২৫ মিনিটে সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। বক্সের বাইরে থেকে সাবিনার শট ক্রসবারের অল্প ওপর দিয়ে চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর রক্ষণের খোলসে ঢুকে পড়ায় বল নিয়ে ঢোকা বেশ কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের ফুটবলারদের জন্য। ৬০ মিনিটে সিঙ্গাপুরের রক্ষণে তৃতীয়বারের মতো ফাটল ধরান তহুরা খাতুন। মাঝমাঠ থেকে মাসুরা পারভিনের লম্বা করে বাড়ানো বল গিয়ে পড়ে সিঙ্গাপুরের বক্সে। বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তহুরা।
সারা ম্যাচে অসাধারণ খেলা মারিয়া মান্দা গোল তালিকায় নামতে পারতেন নিজেও। ৭৭ মিনিটে সাবিনার পাস ধরে সহজ সুযোগ নষ্ট করেন বাংলাদেশ সহ-অধিনায়ক। ৮৪ মিনিটে সাবিনার ফ্রি-কিক ক্রসবারে লাগলে ব্যবধানটাও আর বাড়েনি লাল-সবুজ মেয়েদের।
২০১৭ সালে সিঙ্গাপুরের কাছে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ছয় বছর পর দ্বিতীয় ম্যাচে সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে জয়ের ব্যবধানটা ঠিক সেই ৩-০।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে