Ajker Patrika

ভিনির বর্ণবাদের ঘটনায় শাস্তি কমল ভ্যালেন্সিয়ার

ভিনির বর্ণবাদের ঘটনায় শাস্তি কমল ভ্যালেন্সিয়ার

ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কঠিন শাস্তি দেওয়া হয়েছিল এই ক্লাবকে। পরে শাস্তি কমানো হয়েছে এই ক্লাবের। 

গত রোববার মেস্তায়ায় লা লিগায় মুখোমুখি হয় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মারিও কেম্পেস স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসের উদ্দেশ্যে বর্ণবাদী কটুক্তি করা হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি ক্লাবকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ৫২ লাখ ৫৪ হাজার টাকা। মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আপিল করে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার আপিলের পর শাস্তি কমিয়েছে আদালত। এবার জরিমানা করা ২৫ হাজার পাউন্ড (৩৩ লাখ ৮ হাজার টাকা) এবং পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ বন্ধ থাকবে মারিও কেম্পেস স্ট্যান্স। 

বর্ণবাদের ঘটনার পরই টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ব্রাজিলের এই স্ট্রাইকার বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে।’ আর গত মঙ্গলবার ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত