ক্রীড়া ডেস্ক
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
আরসিডিই স্টেডিয়ামে গত রাতে লা লিগার এসপানিওল-রিয়াল মাদ্রিদ ম্যাচে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৬১ মিনিটে এমবাপ্পে যখন প্রতি আক্রমণে দৌড়াচ্ছেন, তখন তাঁকে ট্যাকল করে ফেলে দেন এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। বিপজ্জনক ফাউলের পরও হলুদ কার্ড পেয়েছেন রোমেরো। ১-০ গোলে হেরে যাওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝারেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ফাউল নিয়ে কথা বলতে গিয়ে রিয়াল কোচ বলেন, ‘রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা ব্যাখ্যাতীত।কী ঘটেছে, সবাই দেখেছেন। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
যে রোমেরো হলুদ কার্ড দেখেছেন, তিনিই ৮৫ মিনিটে করেছেন গোল। শেষ পর্যন্ত তাঁর গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। খালি চোখে ফাউল মনে হওয়ার পরও রেফারি কেন লাল কার্ড দেখাননি, সেটা বুঝতেই পারছেন না আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘স্পষ্ট একটা ফাউল হয়েছে। ভাগ্য ভালো যে খারাপ কিছু হয়নি। কিন্তু এটা দেখতে ভিএআর ছিল। এই ঘটনায় লাল কার্ড না দেখানোর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমরা।’
এমবাপ্পের ওপর করা ফাউলই শুধু নয়, রেফারির আরও এক সিদ্ধান্ত নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। আমাদের নিয়ন্ত্রণ ছিল। দ্বিতীয়ার্ধে সুযোগও তৈরি করেছি আমরা। একটা গোল আবার বাতিল হয়েছে। বারেও লেগেছে বল। এসপানিওল রক্ষণ সামলেছে ভালোভাবে। আমাদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে এবং গোলও করেছে।’
এসপানিওলের কাছে হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৩ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। দুই ও তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট ৪৮ ও ৪২। আতলেতিকো মাদ্রিদ ও বার্সা খেলেছে ২২ ও ২১ ম্যাচ। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে বার্সা আজ সন্ধ্যায় আলাভেসের মুখোমুখি হবে।
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
আরসিডিই স্টেডিয়ামে গত রাতে লা লিগার এসপানিওল-রিয়াল মাদ্রিদ ম্যাচে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৬১ মিনিটে এমবাপ্পে যখন প্রতি আক্রমণে দৌড়াচ্ছেন, তখন তাঁকে ট্যাকল করে ফেলে দেন এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। বিপজ্জনক ফাউলের পরও হলুদ কার্ড পেয়েছেন রোমেরো। ১-০ গোলে হেরে যাওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝারেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ফাউল নিয়ে কথা বলতে গিয়ে রিয়াল কোচ বলেন, ‘রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা ব্যাখ্যাতীত।কী ঘটেছে, সবাই দেখেছেন। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
যে রোমেরো হলুদ কার্ড দেখেছেন, তিনিই ৮৫ মিনিটে করেছেন গোল। শেষ পর্যন্ত তাঁর গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। খালি চোখে ফাউল মনে হওয়ার পরও রেফারি কেন লাল কার্ড দেখাননি, সেটা বুঝতেই পারছেন না আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘স্পষ্ট একটা ফাউল হয়েছে। ভাগ্য ভালো যে খারাপ কিছু হয়নি। কিন্তু এটা দেখতে ভিএআর ছিল। এই ঘটনায় লাল কার্ড না দেখানোর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমরা।’
এমবাপ্পের ওপর করা ফাউলই শুধু নয়, রেফারির আরও এক সিদ্ধান্ত নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। আমাদের নিয়ন্ত্রণ ছিল। দ্বিতীয়ার্ধে সুযোগও তৈরি করেছি আমরা। একটা গোল আবার বাতিল হয়েছে। বারেও লেগেছে বল। এসপানিওল রক্ষণ সামলেছে ভালোভাবে। আমাদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে এবং গোলও করেছে।’
এসপানিওলের কাছে হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৩ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। দুই ও তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট ৪৮ ও ৪২। আতলেতিকো মাদ্রিদ ও বার্সা খেলেছে ২২ ও ২১ ম্যাচ। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে বার্সা আজ সন্ধ্যায় আলাভেসের মুখোমুখি হবে।
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তাঁরা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১২ মিনিট আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
২৮ মিনিট আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
৩ ঘণ্টা আগে