প্রথম দুই ম্যাচে হোঁচট। একটি ড্র ও একটি হার—আবাহনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা হয়েছিল এমন। শুরুতেই গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করে আবারও যেন গত চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে শিরোপা ‘বিসর্জন’ দিতে বসেছিল আকাশি-নীলরা। তবে সেই ধাক্কা সামলে লিগের আরেক শক্তিশালী দল শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জয়ে ফেরা। গতকাল আন্দ্রেস ক্রুসিয়ানির দল ৩-১ গোলেরও জয় পেয়েছে শেখ রাসেলের বিপক্ষে।
রোমাঞ্চকর জয় পেয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর দুবার পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে শেষ মুহূর্তে ২-২ গোলের ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এই ড্রয়ে ১০ দলের লিগে ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে ব্রাদার্স। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে চ. আবাহনী। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান, ৭ পয়েন্ট নিয়ে তাদের নিচে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ১২।
গতকাল গোপালগঞ্জে ১২ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন ফার্নান্দেস। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৮৫ মিনিটে করে নিজের দ্বিতীয় গোলটি। তার আগে ৭৩ মিনিটে শেখ রাসেলের হয়ে একটি গোল শোধ দেন সুমন রেজা। আবাহনীর তিন গোলেই অবদান স্টুয়ার্টের। ফার্নান্দেসের প্রথম গোলটিও তাঁর পাস থেকে।
ময়মনসিংহে মোহামেডানের পরীক্ষায় নিয়েছে পুলিশ। ২৭ মিনিটে জাফর ইকবাল এগিয়ে দেন মোহামেডানকে। তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৩৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মাতেও প্যালাসিওস। ৭০ মিনিটে মুজাফফর মুজাফফরভের গোলে আবারও এগিয়ে যায় আলফাজের দল। মোহামেডানের প্রথম দুটি গোলেই অ্যাসিস্ট সুলেমান দিয়াবাতের। ৭৮ মিনিটে মালিয়ান ফরোয়ার্ড নিজেই করেন দলের তৃতীয় গোলটি। তবে এর ৬ মিনিট পর সাহেদ মিয়া একটি গোল শোধ করে পুলিশকে ম্যাচে ফেরানোর আভাস দিলেও জয়ে ফিরতে পারেনি দলটি।
মুন্সিগঞ্জে মাহবুবুর রহমান সুফিলের ১২ ও ৫৩ মিনিটের গোলে জয়ের স্বপ্নই দেখছিল ব্রাদার্স। তাদের সেই স্বপ্ন ভাঙে দুই মিনিটের ঝড়ে। ৮০ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলের এক মিনিট পর নাসির চৌধুরী সমতায় ফেরান চ. আবাহনীকে।
প্রথম দুই ম্যাচে হোঁচট। একটি ড্র ও একটি হার—আবাহনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা হয়েছিল এমন। শুরুতেই গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করে আবারও যেন গত চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে শিরোপা ‘বিসর্জন’ দিতে বসেছিল আকাশি-নীলরা। তবে সেই ধাক্কা সামলে লিগের আরেক শক্তিশালী দল শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবাহনীর জয়ে ফেরা। গতকাল আন্দ্রেস ক্রুসিয়ানির দল ৩-১ গোলেরও জয় পেয়েছে শেখ রাসেলের বিপক্ষে।
রোমাঞ্চকর জয় পেয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর দুবার পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে শেষ মুহূর্তে ২-২ গোলের ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এই ড্রয়ে ১০ দলের লিগে ৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে ব্রাদার্স। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে চ. আবাহনী। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান, ৭ পয়েন্ট নিয়ে তাদের নিচে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ১২।
গতকাল গোপালগঞ্জে ১২ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন ফার্নান্দেস। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৮৫ মিনিটে করে নিজের দ্বিতীয় গোলটি। তার আগে ৭৩ মিনিটে শেখ রাসেলের হয়ে একটি গোল শোধ দেন সুমন রেজা। আবাহনীর তিন গোলেই অবদান স্টুয়ার্টের। ফার্নান্দেসের প্রথম গোলটিও তাঁর পাস থেকে।
ময়মনসিংহে মোহামেডানের পরীক্ষায় নিয়েছে পুলিশ। ২৭ মিনিটে জাফর ইকবাল এগিয়ে দেন মোহামেডানকে। তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৩৪ মিনিটে পুলিশকে সমতায় ফেরান মাতেও প্যালাসিওস। ৭০ মিনিটে মুজাফফর মুজাফফরভের গোলে আবারও এগিয়ে যায় আলফাজের দল। মোহামেডানের প্রথম দুটি গোলেই অ্যাসিস্ট সুলেমান দিয়াবাতের। ৭৮ মিনিটে মালিয়ান ফরোয়ার্ড নিজেই করেন দলের তৃতীয় গোলটি। তবে এর ৬ মিনিট পর সাহেদ মিয়া একটি গোল শোধ করে পুলিশকে ম্যাচে ফেরানোর আভাস দিলেও জয়ে ফিরতে পারেনি দলটি।
মুন্সিগঞ্জে মাহবুবুর রহমান সুফিলের ১২ ও ৫৩ মিনিটের গোলে জয়ের স্বপ্নই দেখছিল ব্রাদার্স। তাদের সেই স্বপ্ন ভাঙে দুই মিনিটের ঝড়ে। ৮০ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলের এক মিনিট পর নাসির চৌধুরী সমতায় ফেরান চ. আবাহনীকে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
২৩ মিনিট আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১০ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১২ ঘণ্টা আগে