ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
একসময়ের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী আইনের সঙ্গে কুতিনহোর পরিচয় ২০০৭ সালে। দুজনেরই পরিচিত এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। কুতিনহোর বয়স তখন ১৪ আর আইনের বয়স ১৩। এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে একসঙ্গে বেড়ে ওঠেন তাঁরা। একসময় তাঁরা একই ছাদের নিচেও বসবাস করতে শুরু করেন। পরের সময়টাতে কুতিনহো উত্থান-পতনের মধ্য দিয়ে এগোলেও তাঁর হাত ছাড়েননি আইনে।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।
বর্তমানে কুতিনহো-আইনে জুটি তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে মারিয়া ও এসমেরেলডা এবং ছেলের নাম ফিলিপ্পে জুনিয়র। ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের শরীরে আইনের ট্যাটুও এঁকেছেন কুতিনহো। বিভিন্ন সময় পাশে থাকার জন্য আইনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কুতিনহো।
ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
একসময়ের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী আইনের সঙ্গে কুতিনহোর পরিচয় ২০০৭ সালে। দুজনেরই পরিচিত এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। কুতিনহোর বয়স তখন ১৪ আর আইনের বয়স ১৩। এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে একসঙ্গে বেড়ে ওঠেন তাঁরা। একসময় তাঁরা একই ছাদের নিচেও বসবাস করতে শুরু করেন। পরের সময়টাতে কুতিনহো উত্থান-পতনের মধ্য দিয়ে এগোলেও তাঁর হাত ছাড়েননি আইনে।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।
বর্তমানে কুতিনহো-আইনে জুটি তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে মারিয়া ও এসমেরেলডা এবং ছেলের নাম ফিলিপ্পে জুনিয়র। ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের শরীরে আইনের ট্যাটুও এঁকেছেন কুতিনহো। বিভিন্ন সময় পাশে থাকার জন্য আইনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কুতিনহো।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১০ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১২ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১২ ঘণ্টা আগে