লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’
লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে