ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’
লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।
চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’
জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’
আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।
স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩৮ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৪১ মিনিট আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে