ক্রীড়া ডেস্ক
ঢাকা: আজ রাতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরু হতেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচবে তো এবার? শিরোপার ভাবনা তো আছেই, লিওনেল মেসিদের ভাবতে হচ্ছে করোনা নিয়েও। ম্যাচ শুরুর আগে সেই করোনার ভয়ের কথাই জানিয়েছেন মেসি।
টুর্নামেন্ট মাঠে গড়ালেও করোনার শঙ্কা এখনো কাটেনি। করোনার হানায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়দের পায়নি ভেনেজুয়েলা। করোনা সমস্যা আছে বলিভিয়া-কলম্বিয়া দলেও। করোনা আতঙ্কিত করছে মেসিকেও। ‘করোনার ভয় নিয়ে খেলা কঠিন। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সহজ নয়’-বলেছেন মেসি।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবাইকে টিকা নেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। তবে টিকায় খুব একটা আস্থা নেই মেসির। এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে এটা শুধু আমাদের সতর্কতার ওপর নির্ভর করে না।’ সব ধরনের সুরক্ষাবলয়ের ভেতর থাকার পরও এর মধ্যে ভেনেজুয়েলার আটজন আর বলিভিয়ার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভয়টাই মেসিকে ভাবিয়ে তুলেছে।
আর্জেন্টিনার হয়ে একটা অধরা শিরোপা নিয়েও কথা বলেছেন মেসি। ক্লাবের সাফল্যটা এবার দেশের হয়ে মেলে ধরতে চান ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। কোপাকে তাই পাখির চোখ করছেন মেসি, ‘আগেও বলেছি, দেশের হয়ে একটা শিরোপা জেতা আমার সব সময়ের স্বপ্ন। কয়েকবার খুব কাছে গিয়েও ফিরে এসেছি। ক্লাব আর ব্যক্তিগত শিরোপার পাশে আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা রাখতে চাই। যত দিন না পারব, আমি চেষ্টা করে যাব।’
ঢাকা: আজ রাতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরু হতেই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচবে তো এবার? শিরোপার ভাবনা তো আছেই, লিওনেল মেসিদের ভাবতে হচ্ছে করোনা নিয়েও। ম্যাচ শুরুর আগে সেই করোনার ভয়ের কথাই জানিয়েছেন মেসি।
টুর্নামেন্ট মাঠে গড়ালেও করোনার শঙ্কা এখনো কাটেনি। করোনার হানায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়দের পায়নি ভেনেজুয়েলা। করোনা সমস্যা আছে বলিভিয়া-কলম্বিয়া দলেও। করোনা আতঙ্কিত করছে মেসিকেও। ‘করোনার ভয় নিয়ে খেলা কঠিন। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সহজ নয়’-বলেছেন মেসি।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সবাইকে টিকা নেওয়ার কথা জানিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। তবে টিকায় খুব একটা আস্থা নেই মেসির। এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে এটা শুধু আমাদের সতর্কতার ওপর নির্ভর করে না।’ সব ধরনের সুরক্ষাবলয়ের ভেতর থাকার পরও এর মধ্যে ভেনেজুয়েলার আটজন আর বলিভিয়ার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভয়টাই মেসিকে ভাবিয়ে তুলেছে।
আর্জেন্টিনার হয়ে একটা অধরা শিরোপা নিয়েও কথা বলেছেন মেসি। ক্লাবের সাফল্যটা এবার দেশের হয়ে মেলে ধরতে চান ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। কোপাকে তাই পাখির চোখ করছেন মেসি, ‘আগেও বলেছি, দেশের হয়ে একটা শিরোপা জেতা আমার সব সময়ের স্বপ্ন। কয়েকবার খুব কাছে গিয়েও ফিরে এসেছি। ক্লাব আর ব্যক্তিগত শিরোপার পাশে আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা রাখতে চাই। যত দিন না পারব, আমি চেষ্টা করে যাব।’
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবল পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল
৩০ মিনিট আগেশেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে
১ ঘণ্টা আগেকেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
২ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১৪ ঘণ্টা আগে