Ajker Patrika

বায়ার্ন ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে সংশয়ে পিএসজি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৩২
Thumbnail image

লিগ ওয়ানের সেরা দল হলেও চ্যাম্পিয়নস লিগে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি পিএসজি। বিশ্বের সেরা আক্রমণভাগ সাজিয়েও সাফল্য পাচ্ছে না তারা। এবারের নকআউট পর্বের শুরুটাও ভালো হয়নি তাদের। 

শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। ফিরতি লেগে যখন ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসের খোঁজে ঠিক তখনই দলের বড় দুঃসংবাদ হয়ে এসেছে নেইমারের চোট। লিলের বিপক্ষে গত রোববার চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তাঁর সেই চোটের অবস্থা গতকাল জানিয়েছে পিএসজি। 

পিএসজি জানিয়েছে, আজ আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া হয়েছি যে, নেইমারের গোড়ালি মচকে গেছে, সঙ্গে লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহে আরও কিছু পরীক্ষা করা হবে।’ 

এতে করে বায়ার্নের মাঠে নেইমারকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। কেননা এর আগেও বহুবার একই স্থানে আঘাত পেয়ে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। এবারের চোটও তেমনি আভাস দিচ্ছে। তবে ফিরতি লেগ ৮ মার্চ হওয়ায় মাঝে দুই সপ্তাহেরও বেশি সময় পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নিজেকে সুস্থ করে তুলতে। শেষ পর্যন্ত যদি সাবেক বার্সেলোনা তারকা খেলতে না পারে তাহলে পিএসজির জন্য অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জয় পাওয়া কঠিনই হবে। শুধু জিতলেই হবে না প্রতিপক্ষের চেয়ে এগিয়েও থাকতে হবে তাদের। অন্যথা শেষ ষোলোয় বিদায় নিশ্চিত হবে পিএসজির। 

এ মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত ছন্দে আছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি। সঙ্গে সতীর্থদের দিয়ে ১৭ গোলও করিয়েছেন। তাই তাঁকে ছাড়া দ্বিতীয় লেগে প্রতিপক্ষদের হারানো বেশ কঠিনই হবে। সর্বশেষ তিন ম্যাচ পর লিলের বিপক্ষে জয় পাওয়া ম্যাচেও এক গোল করেছেন নাম্বার টেন। সঙ্গে সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে দিয়েও এক গোল করিয়েছেন। 

নেইমারের সঙ্গে একই ম্যাচে আঘাত পাওয়া নুনো মেন্দেসের চোটের বিষয়ও নিশ্চিত করেছে পিএসজি। ক্লাব জানিয়েছে, সর্বশেষ ম্যাচে হাঁটুতে আঘাত পাওয়া মেন্দেস এ সপ্তাহে আবারও অনুশীলন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত