ক্রীড়া ডেস্ক
সৌদি সুপার কাপের ম্যাচে গতকাল ফুটবলার থেকে যেন ‘রেসলার’ বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবশ্য উত্তেজিত করে রেসলার হতে বাধ্য করেছেন আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি।
সেমিফাইনাল ম্যাচের ৮৫ মিনিটের সময় গতি আটকে পর্তুগিজ তারকাকে রাগান্বিত করেছিলেন আলবুলাইহি। রাগ সংবরণ করতে না পেরে আল হিলালের ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, যার শাস্তি হিসেবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লাল কার্ড পাওয়ার সময় রোনালদোর রাগ যেন আরও চরমে উঠেছিল। রেফারির কার্ড দেখানোর সময় তাঁর শারীরিক প্রতিক্রিয়া তেমনই ছিল। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বাঁ হাতে বল থাকা অবস্থায় মুষ্টি পাকিয়ে ম্যাচ রেফারিকে ঘুষি মারার ভঙ্গি করেছিলেন তিনি। বাধ্য হয়ে তাই লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়ার সময় নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে দেখা যায় আল হিলালের ডিফেন্ডারকে। এমন কর্মকাণ্ড করে আলবুলাইহি যেন বোঝাতে চেয়েছেন, পরিকল্পনা তাঁর সফল হয়েছে।
রোনালদোর মতোই রাতটা দুঃস্বপ্নের গেছে আল নাসরের। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আল নাসরের। তবে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে অবশ্য গোল পেয়েছিলেন তাঁরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে করা ওতাবিওর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এগিয়ে যাওয়ার বেশ কটি সুযোগ পেয়েছিল আল হিলাল। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। বেশ কটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে সেভ করেছেন কলম্বিয়ান গোলরক্ষক।
বিরতির পর অবশ্য আল হিলালকে আটকে রাখতে পারেননি ওসপিনা। ৬১ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড সালেম আলদাউসারির দুর্দান্ত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হন তিনি। অধিনায়কের গোলের ১১ মিনিট পর আল হিলালকে দ্বিতীয় লিড এনে দেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলের এক সতীর্থের নিখুঁত ক্রস থেকে শুধু মাথাটাই ছোঁয়ান। এরপর ম্যাচে ফিরতে যখন মরিয়া আল নাসর, তখনই সাইডলাইনের বাইরে চলে যাওয়া এক বল কুড়িয়ে নেওয়া নিয়ে ঝামেলা বাধে রোনালদো এবং আলবুলাইহির মধ্যে। ম্যাচের যোগ করা সময়ে ১ গোল করে শুধু ব্যবধানটাই কমান সাদিও মানে। ২-১ গোলের জয়ে আগামী ১১ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।
সৌদি সুপার কাপের ম্যাচে গতকাল ফুটবলার থেকে যেন ‘রেসলার’ বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবশ্য উত্তেজিত করে রেসলার হতে বাধ্য করেছেন আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি।
সেমিফাইনাল ম্যাচের ৮৫ মিনিটের সময় গতি আটকে পর্তুগিজ তারকাকে রাগান্বিত করেছিলেন আলবুলাইহি। রাগ সংবরণ করতে না পেরে আল হিলালের ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, যার শাস্তি হিসেবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লাল কার্ড পাওয়ার সময় রোনালদোর রাগ যেন আরও চরমে উঠেছিল। রেফারির কার্ড দেখানোর সময় তাঁর শারীরিক প্রতিক্রিয়া তেমনই ছিল। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বাঁ হাতে বল থাকা অবস্থায় মুষ্টি পাকিয়ে ম্যাচ রেফারিকে ঘুষি মারার ভঙ্গি করেছিলেন তিনি। বাধ্য হয়ে তাই লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়ার সময় নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে দেখা যায় আল হিলালের ডিফেন্ডারকে। এমন কর্মকাণ্ড করে আলবুলাইহি যেন বোঝাতে চেয়েছেন, পরিকল্পনা তাঁর সফল হয়েছে।
রোনালদোর মতোই রাতটা দুঃস্বপ্নের গেছে আল নাসরের। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আল নাসরের। তবে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে অবশ্য গোল পেয়েছিলেন তাঁরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে করা ওতাবিওর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এগিয়ে যাওয়ার বেশ কটি সুযোগ পেয়েছিল আল হিলাল। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। বেশ কটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে সেভ করেছেন কলম্বিয়ান গোলরক্ষক।
বিরতির পর অবশ্য আল হিলালকে আটকে রাখতে পারেননি ওসপিনা। ৬১ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড সালেম আলদাউসারির দুর্দান্ত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হন তিনি। অধিনায়কের গোলের ১১ মিনিট পর আল হিলালকে দ্বিতীয় লিড এনে দেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলের এক সতীর্থের নিখুঁত ক্রস থেকে শুধু মাথাটাই ছোঁয়ান। এরপর ম্যাচে ফিরতে যখন মরিয়া আল নাসর, তখনই সাইডলাইনের বাইরে চলে যাওয়া এক বল কুড়িয়ে নেওয়া নিয়ে ঝামেলা বাধে রোনালদো এবং আলবুলাইহির মধ্যে। ম্যাচের যোগ করা সময়ে ১ গোল করে শুধু ব্যবধানটাই কমান সাদিও মানে। ২-১ গোলের জয়ে আগামী ১১ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে