সৌদি সুপার কাপের ম্যাচে গতকাল ফুটবলার থেকে যেন ‘রেসলার’ বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবশ্য উত্তেজিত করে রেসলার হতে বাধ্য করেছেন আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি।
সেমিফাইনাল ম্যাচের ৮৫ মিনিটের সময় গতি আটকে পর্তুগিজ তারকাকে রাগান্বিত করেছিলেন আলবুলাইহি। রাগ সংবরণ করতে না পেরে আল হিলালের ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, যার শাস্তি হিসেবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লাল কার্ড পাওয়ার সময় রোনালদোর রাগ যেন আরও চরমে উঠেছিল। রেফারির কার্ড দেখানোর সময় তাঁর শারীরিক প্রতিক্রিয়া তেমনই ছিল। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বাঁ হাতে বল থাকা অবস্থায় মুষ্টি পাকিয়ে ম্যাচ রেফারিকে ঘুষি মারার ভঙ্গি করেছিলেন তিনি। বাধ্য হয়ে তাই লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়ার সময় নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে দেখা যায় আল হিলালের ডিফেন্ডারকে। এমন কর্মকাণ্ড করে আলবুলাইহি যেন বোঝাতে চেয়েছেন, পরিকল্পনা তাঁর সফল হয়েছে।
রোনালদোর মতোই রাতটা দুঃস্বপ্নের গেছে আল নাসরের। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আল নাসরের। তবে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে অবশ্য গোল পেয়েছিলেন তাঁরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে করা ওতাবিওর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এগিয়ে যাওয়ার বেশ কটি সুযোগ পেয়েছিল আল হিলাল। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। বেশ কটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে সেভ করেছেন কলম্বিয়ান গোলরক্ষক।
বিরতির পর অবশ্য আল হিলালকে আটকে রাখতে পারেননি ওসপিনা। ৬১ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড সালেম আলদাউসারির দুর্দান্ত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হন তিনি। অধিনায়কের গোলের ১১ মিনিট পর আল হিলালকে দ্বিতীয় লিড এনে দেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলের এক সতীর্থের নিখুঁত ক্রস থেকে শুধু মাথাটাই ছোঁয়ান। এরপর ম্যাচে ফিরতে যখন মরিয়া আল নাসর, তখনই সাইডলাইনের বাইরে চলে যাওয়া এক বল কুড়িয়ে নেওয়া নিয়ে ঝামেলা বাধে রোনালদো এবং আলবুলাইহির মধ্যে। ম্যাচের যোগ করা সময়ে ১ গোল করে শুধু ব্যবধানটাই কমান সাদিও মানে। ২-১ গোলের জয়ে আগামী ১১ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।
সৌদি সুপার কাপের ম্যাচে গতকাল ফুটবলার থেকে যেন ‘রেসলার’ বনে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবশ্য উত্তেজিত করে রেসলার হতে বাধ্য করেছেন আল হিলালের ডিফেন্ডার আলি আলবুলাইহি।
সেমিফাইনাল ম্যাচের ৮৫ মিনিটের সময় গতি আটকে পর্তুগিজ তারকাকে রাগান্বিত করেছিলেন আলবুলাইহি। রাগ সংবরণ করতে না পেরে আল হিলালের ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী, যার শাস্তি হিসেবে পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
লাল কার্ড পাওয়ার সময় রোনালদোর রাগ যেন আরও চরমে উঠেছিল। রেফারির কার্ড দেখানোর সময় তাঁর শারীরিক প্রতিক্রিয়া তেমনই ছিল। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বাঁ হাতে বল থাকা অবস্থায় মুষ্টি পাকিয়ে ম্যাচ রেফারিকে ঘুষি মারার ভঙ্গি করেছিলেন তিনি। বাধ্য হয়ে তাই লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। তাঁর মাঠ ছাড়ার সময় নিজেদের সমর্থকদের উজ্জীবিত করতে দেখা যায় আল হিলালের ডিফেন্ডারকে। এমন কর্মকাণ্ড করে আলবুলাইহি যেন বোঝাতে চেয়েছেন, পরিকল্পনা তাঁর সফল হয়েছে।
রোনালদোর মতোই রাতটা দুঃস্বপ্নের গেছে আল নাসরের। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তারা। শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল। ১৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আল নাসরের। তবে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন রোনালদো। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে অবশ্য গোল পেয়েছিলেন তাঁরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে করা ওতাবিওর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এগিয়ে যাওয়ার বেশ কটি সুযোগ পেয়েছিল আল হিলাল। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান আল নাসরের গোলরক্ষক ডেভিড ওসপিনা। বেশ কটি নিশ্চিত গোল দুর্দান্তভাবে সেভ করেছেন কলম্বিয়ান গোলরক্ষক।
বিরতির পর অবশ্য আল হিলালকে আটকে রাখতে পারেননি ওসপিনা। ৬১ মিনিটে প্রতিপক্ষের ফরোয়ার্ড সালেম আলদাউসারির দুর্দান্ত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হন তিনি। অধিনায়কের গোলের ১১ মিনিট পর আল হিলালকে দ্বিতীয় লিড এনে দেন ম্যালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দলের এক সতীর্থের নিখুঁত ক্রস থেকে শুধু মাথাটাই ছোঁয়ান। এরপর ম্যাচে ফিরতে যখন মরিয়া আল নাসর, তখনই সাইডলাইনের বাইরে চলে যাওয়া এক বল কুড়িয়ে নেওয়া নিয়ে ঝামেলা বাধে রোনালদো এবং আলবুলাইহির মধ্যে। ম্যাচের যোগ করা সময়ে ১ গোল করে শুধু ব্যবধানটাই কমান সাদিও মানে। ২-১ গোলের জয়ে আগামী ১১ এপ্রিলের ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আল ইত্তিহাদ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে