Ajker Patrika

৭৪৭৮ দিন পর বার্সার চুক্তির বাইরে মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২১, ১২: ৩২
Thumbnail image

ঢাকা: ৭৪৭৮ দিন, শুধুই সংখ্যার হিসাব নয়। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির পথচলার ৭৪৭৮ দিন পূর্ণ হয়েছে গতকাল। তবে এই দিনটা স্প্যানিশ ক্লাবটির সঙ্গে মেসির আর দশ দিন থেকে আলাদা হয়ে থাকবে। ৭৪৭৮ দিন পর প্রথমবার চুক্তির বাইরে গেলেন মেসি।

২০০১ সালের ৮ জানুয়ারি মেসি আনুষ্ঠানিকভাবে বার্সার খেলোয়াড় হয়েছিলেন। এর এক মাস পর সেই বিখ্যাত ন্যাপকিন পেপারে সইয়ের মাধ্যমে প্রথমবার দুই পক্ষ চুক্তিতে পৌঁছেছিল। বয়সভিত্তিক পর্যায়ে ফুটবল–জাদুতে সবাইকে মুগ্ধ করে ২০০৫ সালের জুনে জায়গা করে নেন মূল দলে। মেসিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। নিজে এগিয়েছেন, এগিয়ে নিয়েছেন বার্সাকে। সময়ের স্রোতে ন্যাপকিন পেপারের সম্পর্কটা হয়ে গেছে আত্মার। তবে সেখানেও যে খারাপ সময় আসেনি, তা নয়। গত মৌসুমে মেসি বার্সা ছাড়তে চেয়ে তখনকার বার্সা সভাপতি জোসেফ বার্তামেউকে ই-মেইল করেছিলেন। ক্লাব থেকে জানানো হয়েছিল, অন্য কোনো ক্লাব মেসিকে নিতে হলে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ দিতে হবে। আলোচনার ঝড়, নানা তর্ক-বিতর্ক শেষে মেসি অবশ্য বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন।

২০১৭ সালের নভেম্বরে দুই পক্ষের চার বছরের যে চুক্তিটা হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে কাল রাত ১২টায়। গত ২৪ জুন মেসির জন্মদিনে নতুন চুক্তিটা সেরে ফেলতে চেয়েছিলেন বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা। তবে যেকোনো কারণেই হোক সেদিন সম্ভব না হলেও মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে এখনো আশাবাদী লাপোর্তা। স্প্যানিশ ফুটবল লেখক গুইলেম বালাগ জানিয়েছেন, লাপোর্তা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মেসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে। দুই পক্ষের মধ্যে দুই বছরের নতুন চুক্তির ব্যাপারে কথা হয়েছে বলেও জানিয়েছেন বালাগে। কোপা আমেরিকায় জাতীয় দল আর্জেন্টিনাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে মেসির। সমঝোতার জন্য লাপোর্তা কথা বলছেন মেসির বাবা একই সঙ্গে এজেন্ট জর্জ মেসির সঙ্গে। এর মধ্যে শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি আর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মেসিকে নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে।

মেসির দলবদল নিয়ে যত নাটক

 ২৫ আগস্ট ২০২০: বার্সা ছাড়তে চেয়ে তখনকার বার্সা সভাপতি জোসেফ বার্তামেউকে মেইল করেছিলেন। 

 ৪ সেপ্টেম্বর ২০২০: বার্সাতে থাকার ব্যাপারে একমত হন মেসি। কারণ হিসেবে জানান তাঁকে নিতে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ দেওয়া অন্য ক্লাবের পক্ষে কঠিন।

২৭ অক্টোবর ২০২০: বার্সা সভাপতির পদ থেকে সরে দাঁড়ান বার্তামেউ।

২৮ অক্টোবর ২০২০: যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন মেসি। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।

৩১ জানুয়ারি ২০২১: স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো চার বছরে মেসির ৪৯২ মিলিয়ন চুক্তির বিস্তারিত সামনে নিয়ে আসে। বার্সার পক্ষ থেকে পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। 

১৬ মে ২০২১: মৌসুমের শেষ ম্যাচে বার্সা কোচ রোনাল্ড কোমান জানান, বার্সাতে এটাই মেসির শেষ ম্যাচ নয়।

২২ মে ২০২১: ফরাসি পত্রপত্রিকায় খবর বেরোয়, মেসির চুক্তির ব্যাপারে নজর রাখছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

২৮ মে ২০২১: মেসির সঙ্গে এখনো চুক্তি না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বার্সা সভাপতি লাপোর্তা। তবে চুক্তি শিগগিরই হওয়ার আশা প্রকাশ করেন তিনি। 

১ জুলাই ২০২১: চুক্তি নবায়ন না হওয়ায় আজ থেকে ফ্রি-এজেন্ট মেসি। যেতে পারেন যেকোনো ক্লাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত