Ajker Patrika

ডাচ ফরোয়ার্ডকে ধমক দিলেন মেসি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৪
ডাচ ফরোয়ার্ডকে ধমক দিলেন মেসি

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচ যে কতটা উত্তেজনাপূর্ণ ছিল, তা তো বোঝা গেছে রেফারি আন্তোনিও মাতেউ লাহোজের কার্ড দেখানোয়। গতকাল ম্যাচ শেষেও এই উত্তেজনা বজায় থাকে। এক ডাচ ফরোয়ার্ডকে ধমক দিয়েছেন লিওনেল মেসি। 

লুসাইলে গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে মেসির সঙ্গে বাদানুবাদ ঘটে বাউট ওয়েগহোর্স্টের। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেসির সামনে দিয়ে যান ওয়েগহোর্স্ট। তাতে কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন মেসি। ডাচ ফরোয়ার্ডকে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই বোকা, তুমি কোনদিকে তাকাচ্ছ? এখান থেকে বেরিয়ে যাও।’ 

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ওয়েগহোর্স্টের জোড়া গোলে মূল ম্যাচ ২-২ সমতা হয়। এরপর টাইব্রেকারে একটা গোলও করেছিলেন ওয়েগহোর্স্ট। তবে ৪-৩ গোলে হেরে কোয়ার্টার থেকেই বিদায় ঘটে ডাচদের। 

মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়াটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত