নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার লিগে দল না পাওয়ায় নানারকম আলোচনা চললেও ১৪ জনের প্রাথমিক তালিকায় জামাল ভূঁইয়াকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুটি সামনে রেখে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৬ আগস্ট থেকে। ৩০ আগস্ট ভুটানের উদ্দেশে রওনা দেবেন জামালরা। তার আগে ২৯ আগস্ট বাকি খেলোয়াড়দের নাম ঘোষণা করবে বাফুফে।
২৬ আগস্ট দেশে ফেরার কথা জামালের। দলে আছে চমকও। এই প্রথম জাতীয় দলে একসঙ্গে ডাক পেয়েছেন দুই ভাই—মোহামেডানের মোহাম্মদ হোসেন সুজন ও ব্রাদার্সের পাপ্পু হোসেন। দুজন খেলেনও গোলকিপার পজিশনে। প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিস ফুটবল ক্লাবের দিদারুল আলম। প্রাথমিক তালিকায় নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়।
কাবরেরার মতে, ভুটানের মাঠে দুটি ম্যাচই হবে কঠিন। বাংলাদেশ কোচ বললেন, ‘আমরা ম্যাচ দুটি দেশে খেলতে চেয়েছি। কিন্তু সেটা হলো না। ভুটান আসবে না ঢাকায়। তাই আমাদের যেতে হচ্ছে। আমাদের লক্ষ্য র্যাঙ্কিং বাড়ানো। এটা খেলোয়াড়দের জন্য ভালো সুযোগও।’
ভুটান সফরের প্রাথমিক দলে আছেন:
গোলকিপার
মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, পাপ্পু হোসেন
ডিফেন্ডার
মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জাভেদ আহমেদ
ফরোয়ার্ড
শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ
ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার লিগে দল না পাওয়ায় নানারকম আলোচনা চললেও ১৪ জনের প্রাথমিক তালিকায় জামাল ভূঁইয়াকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুটি সামনে রেখে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৬ আগস্ট থেকে। ৩০ আগস্ট ভুটানের উদ্দেশে রওনা দেবেন জামালরা। তার আগে ২৯ আগস্ট বাকি খেলোয়াড়দের নাম ঘোষণা করবে বাফুফে।
২৬ আগস্ট দেশে ফেরার কথা জামালের। দলে আছে চমকও। এই প্রথম জাতীয় দলে একসঙ্গে ডাক পেয়েছেন দুই ভাই—মোহামেডানের মোহাম্মদ হোসেন সুজন ও ব্রাদার্সের পাপ্পু হোসেন। দুজন খেলেনও গোলকিপার পজিশনে। প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিস ফুটবল ক্লাবের দিদারুল আলম। প্রাথমিক তালিকায় নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়।
কাবরেরার মতে, ভুটানের মাঠে দুটি ম্যাচই হবে কঠিন। বাংলাদেশ কোচ বললেন, ‘আমরা ম্যাচ দুটি দেশে খেলতে চেয়েছি। কিন্তু সেটা হলো না। ভুটান আসবে না ঢাকায়। তাই আমাদের যেতে হচ্ছে। আমাদের লক্ষ্য র্যাঙ্কিং বাড়ানো। এটা খেলোয়াড়দের জন্য ভালো সুযোগও।’
ভুটান সফরের প্রাথমিক দলে আছেন:
গোলকিপার
মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, পাপ্পু হোসেন
ডিফেন্ডার
মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জাভেদ আহমেদ
ফরোয়ার্ড
শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪৩ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে