কাতার বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। মরুর বুকে ফুটবলের ফুল ফোটা দেখার অপেক্ষায় সবাই। এই আনন্দযজ্ঞে শামিল হওয়ার আগে মূল মঞ্চের টিকিট পাওয়া দলগুলো অবশ্য স্বস্তিতে নেই। কারণ, তাদের খেলোয়াড়দের এখনো ক্লাব ফুটবলের দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশ্বকাপের আগে যদি কেউ চোটে পড়েন, তবে ভেস্তে যেতে পারে বিশ্বকাপের স্বপ্ন। ইতিমধ্যে শুরুর আগেই শেষ হয়ে গেছে অনেকের বিশ্বকাপ; শঙ্কায় অনেকে। যে দেশগুলোর খেলোয়াড়দের বিশ্বকাপ শেষ হয়ে গেছে এবং যাঁদের নিয়ে শঙ্কা, তাঁদের নিয়ে এই আয়োজন।
আর্জেন্টিনা
কাতারই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি তাঁর। তবে এবার মেসিকে বিশ্বকাপ এনে দিতে উজ্জীবিত তাঁর সতীর্থরা। কিন্তু এই অভিযানে আর্জেন্টিনা পাচ্ছে না পাওলো দিবালাকে। এই মাসের শুরুতে পেনাল্টি নিতে গিয়ে ঊরুতে চোট পান রোমা ফরোয়ার্ড। আলবিসেলেস্তেরা শঙ্কায় আছে আনহেল দি মারিয়াকে নিয়েও। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ খেলতে নেমে জুভেন্টাস উইঙ্গারও ঊরুতে চোট পান।
ব্রাজিল
সব সময় ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে যায় ব্রাজিল। সেলেসাওরা এবারের আসরেও শিরোপা জয়ের অন্যতম দাবিদার। তবে কোচ তিতে আছেন রিচার্লিসনকে নিয়ে চিন্তায়। চোটে পড়েছেন টটেনহাম ফরোয়ার্ড। তবে স্পার্সদের কোচ আন্তনিও কন্তে জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে তাঁর শিষ্যের। রিচার্লিসনও টুইটারে সেই আশ্বাস দিয়েছেন। তবে তাতেও ব্রাজিলের চিন্তা যাচ্ছে না। চোটের কারণে কাতারের প্লেন মিস করতে পারেন আর্তুর মেলো।
জার্মানি
বিশ্বকাপ এলে মার্কো রয়েস চোটে পড়বেন, এটাই যেন স্বাভাবিক। এবার গোড়ালির চোটে পড়ে কাতার বিশ্বকাপই শেষ হয়ে গেছে ডর্টমুন্ড অধিনায়কের। এর মধ্যে চোটের তালিকায় যোগ হয়েছে লেরয় সানের নাম।
ফ্রান্স
দিদিয়ের দেশমের অধীনে রাশিয়া বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। কিন্তু এবার ফরাসিদের চোটের তালিকাটা বেশ দীর্ঘ। হ্যামস্ট্রিং সমস্যায় ইতিমধ্যে কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে এনগোলা কান্তের। শঙ্কায় পল পগবা। চোটের কারণে মাঠের বাইরে লুকাস হার্নান্দেজও।
পর্তুগাল
বিশ্বকাপে চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি পর্তুগালের। এর মধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দিয়েগো জোতার। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঊরুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় লিভারপুল তারকাকে। পেদ্রো নেতোরও বিশ্বকাপ শেষ। চোটে ভুগছেন পেপে ও নুনো মেন্দেসও।
ইংল্যান্ড
বিশ্বকাপের আগে বেশ উদ্বিগ্ন ইংল্যান্ডও। বিশেষ করে রক্ষণভাগ নিয়ে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডিফেন্ডার রিস জেমসের। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে কাইল ওয়াকার। অন্য দুই ডিফেন্ডার জন স্টোনস ও হ্যারি ম্যাগুয়ারও ভুগছেন চোটে। মিডফিল্ডার কেলভিন ফিলিপসকে নিয়েও শঙ্কায় ইংলিশরা।
কাতার বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। মরুর বুকে ফুটবলের ফুল ফোটা দেখার অপেক্ষায় সবাই। এই আনন্দযজ্ঞে শামিল হওয়ার আগে মূল মঞ্চের টিকিট পাওয়া দলগুলো অবশ্য স্বস্তিতে নেই। কারণ, তাদের খেলোয়াড়দের এখনো ক্লাব ফুটবলের দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশ্বকাপের আগে যদি কেউ চোটে পড়েন, তবে ভেস্তে যেতে পারে বিশ্বকাপের স্বপ্ন। ইতিমধ্যে শুরুর আগেই শেষ হয়ে গেছে অনেকের বিশ্বকাপ; শঙ্কায় অনেকে। যে দেশগুলোর খেলোয়াড়দের বিশ্বকাপ শেষ হয়ে গেছে এবং যাঁদের নিয়ে শঙ্কা, তাঁদের নিয়ে এই আয়োজন।
আর্জেন্টিনা
কাতারই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি তাঁর। তবে এবার মেসিকে বিশ্বকাপ এনে দিতে উজ্জীবিত তাঁর সতীর্থরা। কিন্তু এই অভিযানে আর্জেন্টিনা পাচ্ছে না পাওলো দিবালাকে। এই মাসের শুরুতে পেনাল্টি নিতে গিয়ে ঊরুতে চোট পান রোমা ফরোয়ার্ড। আলবিসেলেস্তেরা শঙ্কায় আছে আনহেল দি মারিয়াকে নিয়েও। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ খেলতে নেমে জুভেন্টাস উইঙ্গারও ঊরুতে চোট পান।
ব্রাজিল
সব সময় ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে যায় ব্রাজিল। সেলেসাওরা এবারের আসরেও শিরোপা জয়ের অন্যতম দাবিদার। তবে কোচ তিতে আছেন রিচার্লিসনকে নিয়ে চিন্তায়। চোটে পড়েছেন টটেনহাম ফরোয়ার্ড। তবে স্পার্সদের কোচ আন্তনিও কন্তে জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে তাঁর শিষ্যের। রিচার্লিসনও টুইটারে সেই আশ্বাস দিয়েছেন। তবে তাতেও ব্রাজিলের চিন্তা যাচ্ছে না। চোটের কারণে কাতারের প্লেন মিস করতে পারেন আর্তুর মেলো।
জার্মানি
বিশ্বকাপ এলে মার্কো রয়েস চোটে পড়বেন, এটাই যেন স্বাভাবিক। এবার গোড়ালির চোটে পড়ে কাতার বিশ্বকাপই শেষ হয়ে গেছে ডর্টমুন্ড অধিনায়কের। এর মধ্যে চোটের তালিকায় যোগ হয়েছে লেরয় সানের নাম।
ফ্রান্স
দিদিয়ের দেশমের অধীনে রাশিয়া বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। কিন্তু এবার ফরাসিদের চোটের তালিকাটা বেশ দীর্ঘ। হ্যামস্ট্রিং সমস্যায় ইতিমধ্যে কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে এনগোলা কান্তের। শঙ্কায় পল পগবা। চোটের কারণে মাঠের বাইরে লুকাস হার্নান্দেজও।
পর্তুগাল
বিশ্বকাপে চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি পর্তুগালের। এর মধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দিয়েগো জোতার। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঊরুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় লিভারপুল তারকাকে। পেদ্রো নেতোরও বিশ্বকাপ শেষ। চোটে ভুগছেন পেপে ও নুনো মেন্দেসও।
ইংল্যান্ড
বিশ্বকাপের আগে বেশ উদ্বিগ্ন ইংল্যান্ডও। বিশেষ করে রক্ষণভাগ নিয়ে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডিফেন্ডার রিস জেমসের। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে কাইল ওয়াকার। অন্য দুই ডিফেন্ডার জন স্টোনস ও হ্যারি ম্যাগুয়ারও ভুগছেন চোটে। মিডফিল্ডার কেলভিন ফিলিপসকে নিয়েও শঙ্কায় ইংলিশরা।
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১১ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১১ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১২ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
১৩ ঘণ্টা আগে