Ajker Patrika

ভূমিকম্পে মারা গেলেন তুর্কি গোলরক্ষক

ভূমিকম্পে মারা গেলেন তুর্কি গোলরক্ষক

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পের ধ্বংসতূপ থেকে বেঁচে ফিরেছিলেন ক্রিস্টিয়ান আতসু। তবে আতসুর মতো সৌভাগ্য তো আর সবার কপালে জোটে না। গতকাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেলেন তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান। 

তুরকাস্লানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোর। মালাতিয়াস্পোর ক্লাব গতকাল তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। শান্তিতে থাকবেন। আপনার মতো ভালো মানুষকে আমরা কখনো ভুলব না।’ 

তুরকাস্লানের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ইয়ানিক বোলাসি। বোলাসি টুইট করেছেন, ‘শান্তিতে থেক ভাই ইয়ুপ আহমেত তুরকাস্লান। এক মুহূর্তের জন্য ডাগআউটে তুমি কাউকে দেখতে পাচ্ছিলে, পরের মুহূর্তে তুমি আর পাচ্ছ না। তার পরিবার ও ইয়েনি মালাতিয়াস্পোর সতীর্থদের প্রতি জানাই সমবেদনা। শুনে খুবই খারাপ লাগছে। আশা করি, আমরা সবার বিপদে এগিয়ে আসতে পারব।’ 

ক্লাব ক্যারিয়ারে তুরকাস্লান খেলেছেন ৯৪ ম্যাচ। আর ইয়েনি মালাতিয়াস্পোরে ৬ ম্যাচ খেলেছিলেন সাবেক তুর্কি এই গোলরক্ষক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত