Ajker Patrika

ভালো খেলেও দুয়ো শুনলেন ম্যাগুয়ার

ভালো খেলেও দুয়ো শুনলেন ম্যাগুয়ার

নেতৃত্ব হারিয়েছেন। দলে জায়গা ধরে রাখাও চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে হ্যারি ম্যাগুয়ারের। তবে একের পর এক দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া ইংলিশ ডিফেন্ডারের পায়ে এবার দেখা গেল সেই পুরোনো ঝলক। 

প্রীতি ম্যাচ খেলতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আছেন ম্যাগুয়ার। বাংলাদেশ সময় আজ সকালে টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। নামে প্রীতি ম্যাচ হলেও কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। 

ম্যাচের ৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ১১৫ মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়েছেন বেশি দিন হয়নি। এর মধ্যেই ঝলক দেখাতে শুরু করেছেন। 

বিতর্কিত অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল ইউনাইটেড। তবে শুরুতেই গোল হজম করা এরিক টেন হাগের দল সমতায় ফিরতে পারেনি। উল্টো ৮৯ মিনিটে ফের পিছিয়ে পড়ে তারা। রিয়ালের দ্বিতীয় গোলটি করেন রিয়ালের আরেক নতুন তারকা জোসেলু। 

তবে ভালো খেলেও ম্যাচটি ভুলে যেতে চাইবেন ম্যাগুয়ার। ৬২ মিনিটে রাফায়েল ভারানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু তাঁকে দর্শকেরা ইংলিশ তারকাকে স্বাগত জানান ‘দুয়ো’ দিয়ে। অবশ্য প্রীতি ম্যাচে কোনো ভুল করেননি। 

শুধু মাঠে নামার সময় নয়, প্রত্যেকবার বল দখলের সময় দুয়ো শুনেছেন ম্যাগুয়ার। স্বাভাবিকভাবে সমর্থকদের এমন আচরণে হতাশ হওয়ার কথা তাঁর। তবে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি ম্যাগুয়ার। তবে ইউনাইটেডের ডিফেন্ডারের সঙ্গে এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন অনেক ফুটবল সমর্থক। টুইটারে একজন লিখেছেন, ‘মজার বিষয় হলো সে (ম্যাগুয়ার) লিসান্দ্রোর চেয়ে ভালো খেলেছে।’ 

আরেকজন লিখেছে, ‘যখন অনলাইন সমর্থকেরা মাঠে গিয়ে খেলা দেখে, তখন এমন আচরণ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত